টি-টোয়েন্টি শুরুর একদিন আগেই ইংল্যান্ডের একাদশ ঘোষণা

ছবি: অনুশীলনে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড দল, ফাইল ফটো

কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এই ম্যাচটি। অর্থাৎ, একদিনের বেশি সময় হাতে নিয়েই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। সাধারণত টেস্ট ক্রিকেটে এমনটা দেখা গেলেও এবার তা দেখা যাচ্ছে টি-টোয়েন্টিতে।
ইংল্যান্ড সিরিজে জিম্বাবুয়ের কোচিং স্টাফে ব্যালান্স
১০ ঘন্টা আগে
আসন্ন এই ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন যথারীতি জস বাটলার। তবে এই ম্যাচে উইকেটকিপিং করতে দেখা যাবে না তাকে। মূলত নেতৃত্ব এবং ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেয়ার জন্যেই তাকে উইকেটকিপিং থেকে সরানো হয়েছে।

তার পরিবর্তে এই ম্যাচে উইকেটরক্ষকের ভূমিকা পালন করবেন ফিল সল্ট। অধিনায়ক বাটলার ব্যাটিং করবেন তিন নম্বর পজিশনে। ইনজুরির শঙ্কা উড়িয়ে দিয়ে ইংল্যান্ডের একাদশে পেস বোলার জফরা আর্চার এবং মার্ক উডকে রাখা হয়েছে।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
২৩ মিনিট আগে
এদিকে এই সিরিজে ইংল্যান্ডের সহ-অধিনায়কত্ব দেয়া হয়েছে হ্যারি ব্রুককে। প্রথমবারের মতো থ্রি-লায়ন্সদের সহ-অধিনায়কের ভূমিকা পালন করবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জফরা আর্চার, আদিল রশিদ এবং মার্ক উড।