promotional_ad

এটা তো স্কুল নয়, নিয়ম কোনো শাস্তিও নয়: আগারকার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অজিত আগারকার (বামে), রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো
অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতের হারের পর বেশ কিছু নিয়মে কড়াকড়ি এনেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও নিয়মগুলো এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি বিসিসিআই। এসব নিয়ে সাম্প্রতিক সময়ে মতামত জানিয়েছেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার।

promotional_ad

বোর্ড নিয়মের যে খসড়া তৈরি করেছে, তাতে ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলা বাধ্যতামূলক করা হয়েছে। পরিবারের সঙ্গে যাতায়াত, অতিরিক্ত মাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিরিজের সময় ম্যাচে ও অনুশীলনে টিম বাসে থাকাসহ আরও কিছু নিয়ম জারি করা হয়েছে।


আরো পড়ুন

পান্ত-ওয়েবস্টারের ঝড়ের দিনে বল হাতে নায়ক বোল্যান্ড

৪ জানুয়ারি ২৫
দারুণ এক শট খেলছেন ঋষভ পান্ত, ফাইল ফটো

ভারতের বিভিন্ন মিডিয়ায় জানানো হয়েছে বোর্ডের নিয়ম না মানলে তা শৃঙ্খলাভঙ্গ হিসাবে দেখা হবে। এর শাস্তি হবে আইপিএল থেকে নির্বাসন। এ ছাড়াও কর্তন করা হতে পারে বার্ষিক চুক্তির টাকা এবং ম্যাচ ফি। যদিও প্রধান নির্বাচকের কথায় শাস্তির কোনও ইঙ্গিত পাওয়া গেল না।


আগারকার বলেন, 'আমার মনে হয় প্রতিটি দলেই কিছু নিয়ম থাকে। গত কয়েক মাসে আমরা বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। দলের আরও উন্নতি ও ক্রিকেটারদের আরও কাছে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা দেখেছি, কিছু বদলের প্রয়োজন রয়েছে। সেই বদলের জন্যই ওই নির্দেশিকা।'



promotional_ad

'এটা তো স্কুল নয়। এটা কোনও শাস্তির বিষয় নয়। জাতীয় দলে কিছু নিয়ম থাকে। জাতীয় দলের হয়ে খেলতে হলে সেই নিয়ম মানতে হয়। এরা (রোহিতের দিকে তাকিয়ে) প্রত্যেকেই বিচক্ষণ। নিজের নিজের ক্ষেত্রে এরা তারকা। তাই ওরা জানে কী ভাবে নিজেদের সামলাতে হবে।'


নিয়মের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করতে রাজি হননি অধিনায়ক রোহিত শর্মাও। গণমাধ্যমের খবর, এই নিয়মে মোটেও খুশি হননি রোহিত। বিসিসিআইয়ের সঙ্গে এসব নিয়ে সভা করতে চান তিনি।


আগারকারের সঙ্গে গণমাধ্যমে এলে তাকেও এমনটা প্রশ্ন করা হয়। পাল্টা প্রশ্নে তিনি জিগ্যেস করেন, 'এসব নিয়ম নিয়ে আপনাকে কে বলেছে? বিসিসিআই অফিস থেকে এটা এসেছে? আনুষ্ঠানিকভাবে আসতে দিন…।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball