promotional_ad

বিদেশ সফরে কোহলি-রোহিতদের পরিবার নিয়ে ভারতের বিধিনিষেধ

বিদেশ সফরে পরিবারসহ ভারতের ক্রিকেটাররা, ফাইল ফটো
ভারতীয় ক্রিকেটারদের বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার জন্য কঠোর বিধিনিষেধ ফিরিয়ে আনছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। মাঝে এই নিয়ম সরিয়ে নেয়া হলেও আগে নিয়মিতই বহাল থাকতো এই নিয়ম।

promotional_ad

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া সফরে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৩-১ ব্যবধানে সিরিজ হারে ভারত। এরপর থেকেই ভারতের ক্রিকেটার এবং কোচিং প্যানেলের সদস্যদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।


আরো পড়ুন

‘সুপার ফ্লপ রোহিতের অবসরের সময় হয়ে গেছে’

৪ ঘন্টা আগে
বিসিসিআই

সমালোচনা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপও নিচ্ছে বিসিসিআই। গত শুক্রবার বিদেশ সফরে পরিবার নিয়ে যাওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করে বিসিসিআই। শনিবার প্রধান নির্বাচক অজিত আগারকার, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকে নিয়মগুলোর কথা জানিয়ে দেয়া হয়।


promotional_ad

বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ৪৫ দিন বা এর বেশি লম্বা সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সঙ্গিনী এবং সন্তানরা থাকতে পারবেন সর্বোচ্চ ১৪ দিন। যার মধ্যে প্রথম দুই সপ্তাহে কেউ একদমই থাকতে পারবেন না। আর ৪৫ দিনের কম সফরের ক্ষেত্রে ক্রিকেটারদের সঙ্গে সর্বোচ্চ এক সপ্তাহ থাকতে পারবেন পরিবারের সদস্যরা।


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

২ ঘন্টা আগে
অনুশীলনে কেন উইলিয়ামসন

আরেকটি নিয়মে কঠোরতা ফিরিয়ে আনছে বিসিসিআই। তা হচ্ছে অনুশীলনে এবং ম্যাচ খেলতে মাঠে যাওয়ার সময় সবাইকে দলের বাসে অবস্থান করতে হবে। এই নিয়ম বরাবর থাকলেও ভারতের সিনিয়র ক্রিকেটাররা এই নিয়ম মানতে চান না।


২০২০ সালে কোভিড মহামারির আগে অবশ্য এই নিয়মগুলো নিয়মিতই চলত ভারতের ক্রিকেটে। কিন্তু করোনা মহামারীর পর ক্রিকেটারদের মানসিক অবস্থা চিন্তা করে এই নিয়মে ছাড় দেয় বোর্ড। ফলাফল আসতে থাকায় এরপরে এটা নিয়ে আর আপত্তি করেনি কেউই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball