সাকিব-মুস্তাফিজদের কোচের আইডল মরিনহো!

ফ্র্যাঞ্চাইজি লিগ · বি পি এল
সাকিব-মুস্তাফিজদের কোচের আইডল মরিনহো!
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এর আগে চারটি দলের কোচ ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রথম শিরোপাও এসেছে তাঁরই হাত ধরে। এবারের আসরেও কুমিল্লা দলটি আস্থা রেখেছে সালাউদ্দিনের ওপর। 

দেশের ক্রিকেটের সফলতম এই কোচ সম্প্রতি একাত্তর টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন তাঁর সাফল্যের রহস্য। তিনি জানিয়েছেন, টি টোয়েন্টি ক্রিকেটে একটি দলের সাফল্য নির্ভর করে বড় তারকার ওপরে নয়, বরং যত তাড়াতাড়ি সম্ভব ব্যালেন্স তৈরি করার মধ্যেই। সালাউদ্দিন বলেন,  

'টি টোয়েন্টিতে আসলে আমার কাছে বড় নামের চেয়ে মনে হয় দলের ব্যালেন্সটা আপনি যত তাড়াতাড়ি আনতে পারবেন এবং যার দায়িত্ব সে যদি সেটা ঠিকমতো পালন করে তখন হয়তো দলের পাশে থাকাটা সহজ হয়।'

সালাউদ্দিন আরো মনে করেন দলকে সাফল্য এনে দিতে হলে ক্রিকেটারদের একে অপরের মাঝে বিশ্বাস স্থাপন করা অতীব জরুরী। অভিজ্ঞ এই কোচের ভাষ্যমতে,

'সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি ছেলেদের খুব বিশ্বাস করি। সে যেমন খেলোয়াড়ই হোক। বিশ্বাস করাটা আসলে খুব জরুরী। একটি দলের ফলাফল আসে প্রত্যেকটা খেলোয়াড় প্রত্যেককে বিশ্বাস করে কিনা তার ওপর ভিত্তি করে। এই বিশ্বাসটি নিয়ে আসাই আমার কাজ।'

ক্রিকেট কোচ হলেও একজন ফুটবল কোচকে নিজের আদর্শ হিসেবে মানেন সালাউদ্দিন। আর সেই কোচ হলেন ফুটবল বিশ্বের বিখ্যাত তারকা কোচ হোসে মরিনহো। মূলত তাঁর আক্রমণাত্মক মনোভাব এবং কথা বার্তার কারণেই মরিনহোকে আদর্শ মানেন বলে উল্লেখ করলেন সাকিব-মুস্তাফিজদের কোচ সালাউদ্দিন। বললেন, ,

'আমি একটি ফুটবল কোচদের নিয়ে বই পরেছিলাম।  আসলে আমার কাছে মনে হয় আমরা যারা ফ্র্যাঞ্চাইজি লীগে কোচিং করাই তাদের রোলটা অনেকটা ম্যানেজারের মতো হয়ে গেছে। আমার কাছে কোচ হিসেবে আইডল হোসে মরিনহো। তাঁর অ্যাগ্রিসেভনেস, মাঠে মাঠে কথা বার্তা বলা সবারই এমনটা হতে ইচ্ছা করে।'

মরিনহো নিজে না খেললেও তাঁর উপস্থিতি দলকে উজ্জীবিত করে বলে অভিহিত করলেন সালাউদ্দিন। একটা সময় তাঁর নিজেরও এমন লক্ষ্য ছিলো জানিয়ে তাঁর বক্তব্য,  

'সে (মরিনহো) তো নিজে খেলে না মাঠে। কিন্তু তাঁর উপস্থিতিওদলটিকে উজ্জীবিত করে। আমারো ইচ্ছা ছিলো যখন আমি কোচ হব তখন আমার দলের খেলোয়াড়েরা আমাকে দেখে উজ্জীবিত হবে। এটি আমার মনের মধ্যে সবসময়েই থাকে।'

ভবিষ্যতে বাংলার মরিনহো- এই নিকনেম শুনতে চান কিনা একাত্তর টিভির সাংবাদিকের এরূপ প্রশ্নের জবাবে সালাউদ্দিন জানিয়েছেন এই নামে পরিচিত হতে আগ্রহ ভরে অপেক্ষায় থাকবেন তিনি। অভিজ্ঞ এই কোচ বলেন, 'অবশ্যই, আমার একথাটা শুনতে খুব ভালো লাগবে, ভালো লাগবেই বা না কেন?'  

আরো পড়ুন: this topic