আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন

বিপিএল
বিপিএল
বিপিএল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচ। একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। তবে বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয় ম্যাচগুলো মাঠে গড়াবে ৩১ ডিসেম্বর।

সন্ধ্যার পর সেই সূচিতেও পরিবর্তন এনেছে বিসিবি। তারা জানিয়েছে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। দুটি ম্যাচই মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১ ও ২ জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।

এদিকে, ৫ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী ম্যাচগুলোর জন্য সংশোধিত পূর্ণাঙ্গ সূচি যথাসময়ে প্রকাশ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। দিনের শুরুতে এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, 'বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিসিবি গভীরভাবে শোকাহত।'

বিসিবি স্মরণ করে জানিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান ছিল গুরুত্বপূর্ণ। তাঁর সমর্থন ও পৃষ্ঠপোষকতায় দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নয়ন এবং খেলাটির বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়, যা আজকের সাফল্যের পথ সুগম করেছে।

বিসিবি জানিয়েছে, এই শোকাবহ সময়ে তারা পুরো জাতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এবং বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে। ধারণা করা হচ্ছে বুধবারের ম্যাচ দুটিতেও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে বিসিবি।

আরো পড়ুন: