৫ পরিবর্তন নিয়ে ওমানের বিশ্বকাপ দল ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সবশেষ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন আমির কালিম। ওমানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রানও করেছিলেন তিনি। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপালের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিট কাটে ওমান। যদিও সেই টুর্নামেন্টে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি আমির।

ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারায় ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপের জন্য ওমানের স্কোয়াডে রাখা হয়নি ৪৩ বছর বয়সি এই ব্যাটারকে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে নেতৃত্ব দেবেন জাতিন্দার সিং। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে ছিলেন না অভিজ্ঞ এই ব্যাটার।

টি-টোয়েন্টি ক্রিকেটে ওমানের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক এবার নেতৃত্ব দেবেন দলকে। সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটার বিনায়েক শুকলা। সবশেষ এশিয়া কাপের দল থেকে পাঁচটি পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে ওয়াসিম আলী, কারান সোনাভালে, জয় ওদেরা, পেসার শফিক জেইন এবং জিতেন রামানান্দী।

তাদের মধ্যে ওদেরা, ওয়াসিম এবং রামানান্দী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব খেলেছেন। এশিয়া কাপ রাইজিং স্টার্সে অভিষেক হয়েছে শফিকের। বিশ্বকাপে ওমানের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড। ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওমানের স্কোয়াড- জাতিন্দার সিং (অধিনায়ক), বিনায়েক শুকলা (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলী, কারান সোনাভালে, ফয়সাল শাহ, সুফিয়ান মেহমুদ, জয় ওদেরা, শফিক জেইন, আশিশ ওদেরা, জিতেন রামানান্দী, হাসনাইন আলী শাহ।

আরো পড়ুন: