বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ-মরিসন-ওয়াকাররা

বিপিএল
বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ-মরিসন-ওয়াকাররা
রমিজ রাজা ও ড্যানি মরিসন, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গুঞ্জন ছিল সিলেট পর্ব দিয়ে পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ফলে অনেকেই আশা প্রকাশ করেছিলেন ২০১৭ সালের পর আবারও সিলেটে বিপিএলের প্রথম পর্ব দেখার। যদিও তেমনটা হচ্ছে না।

ঢাকা পর্ব দিয়েই শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। ৪দিন ঢাকায় খেলা, এরপর সিলেট, চিটাগং এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।

এদিকে স্থানীয় কয়েকজনের পাশাপাশি এবারের বিপিএলে ধারাভাষ্য দেবেন চার জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন, রমিজ রাজা, ওয়াকার ইউনুস এবং ফারভেজ মাহরুফ। ক্রিকফ্রেঞ্জিকে এমনটা নিশ্চিত করেছে বিপিএলের একটি সূত্র।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে ৬টি দল। বিপিএল শুরুর কদিন পরেই নতুন বছর শুরু হবে। এমন সময় সিলেট হয়ে ওঠে উৎসবের নগরী। দেশের নানা প্রান্ত থেকে মানুষ ঘুরতে যান সেখানে।

এর ফলে সিলেটে পর্যাপ্ত হোটেল ফাঁকা পাওয়া যাচ্ছে না এই সময়ের। একারণে বাধ্য হয়েই ঢাকায় বিপিএল শুরু করতে হচ্ছে আয়োজকদের। এই বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল ঘনিষ্ঠ একটি সূত্র।

আগেই জানা গেছে বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৬ ডিসেম্বর থেকে। এর আগে গত ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের নিলাম। সেখান থেকে প্রতিটি দলই নিজেদের গুছিয়ে নিয়েছে।

আরো পড়ুন: বিপিএল