
একজন মার্টিন ক্রো এবং মরিসনের ধারাভাষ্যের জীবন
বাজিগার সিনেমায় অজয় শর্মা ওরফে ভিকি মালহোত্রার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগানের মতো অভিনেতারা। তবে নেতিবাচক চরিত্র হওয়ায় তাদের কেউই সেদিন রাজী হননি। শেষ বেলায় এসে তরুণ শাহরুখ খানকে দিয়ে নেতিবাচক চরিত্র করিয়েছিলেন আব্বাস-মাস্তান পরিচালক জুটি। ক্যারিয়ারের শুরুর দিকে এমন সব নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও শাহরুখ বিশ্ব জুড়ে পরিচিত ‘কিং অব রোমান্স’ নামে।