বিপিএল খেলতে আসছেন নিশাঙ্কা

ফ্র্যাঞ্চাইজি লিগ
বিপিএল খেলতে আসছেন নিশাঙ্কা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
‘আমার যদি কখনো সুযোগ আসে তাহলে অবশ্যই আমি খেলব (বিপিএল)।’ চলতি বছরের জুলাইয়ে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা নিয়ে এমনটাই বলেছিলেন পাথুম নিশাঙ্কা। কয়েক মাসের ব্যবধানে ডানহাতি এই ব্যাটারের সামনে সুযোগ আসছে। নিশাঙ্কাকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স।

মৌখিকভাবে লঙ্কান ব্যাটারের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে দ্রুতই নিশাঙ্কার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে রাজশাহী। এমনটা হলে প্রথমবারের মতো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে দেখা যাবে নিশাঙ্কাকে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র।

দেশের বাইরে এবারই প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ পাচ্ছেন নিশাঙ্কা। এর আগে শুধু মাত্র শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলেছেন ডানহাতি এই ব্যাটার। যেখানে চারটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৩২ ম্যাচে এক সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে ৮১১ রান করেছেন। নিশাঙ্কার পাশাপাশি রাজশাহীর হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের সাহিবজাদা ফারহানকেও।

বিপিএলের নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে দলে টেনেছে রাজশাহী। দলটির অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে শান্তকে। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে থাকবেন হান্নান সরকার। এর আগে রাজশাহীর ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করেছেন তিনি।

রাজশাহীর বাইরে দেশি ক্রিকেটার হিসেবে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এ ছাড়া চট্টগ্রাম রয়্যালসের হয়ে শেখ মেহেদী, তানভীর ইসলাম এবং সিলেট টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে। রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানকে।

আরো পড়ুন: বিপিএল