চট্টগ্রাম রয়্যালসের মেন্টর বাশার

বিপিএল
চট্টগ্রাম রয়্যালসের মেন্টর বাশার
হাবিবুল বাশার সুমন, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার ও মেন্টর হিসেবে যোগ দিয়েছেন হাবিবুল বাশার সুমন। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজি।

গত আসরে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল এস কিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ক্রিকেটারদের পারিশ্রমিক না দেয়া, বিসিবির বকেয়া পরিশোধ না করার পাশাপাশি দরপত্রে দেয়া শর্ত পূরণ করতে না পারায় আগামী পাঁচ আসরের জন্য মালিকানা পায়নি তারা।

আগামী পাঁচটি আসরে চট্টগ্রামের মালিকানায় দেখা যাবে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেডকে। বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পেয়েই দল গোছাতে শুরু করেছে তারা। এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও জানা গেছে চট্টগ্রাম রয়্যালসের প্রধান কোচ হিসেবে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে।

সবশেষ দুই আসরে ফরচুন বরিশালের কোচ ছিলেন তিনি। দুই আসরেই বিপিএল চ্যাম্পিয়ন হয়েছেন তামিম ইকবাল-নাজমুল হোসেন শান্তরা। কোচিং স্টাফের পাশাপাশি ক্রিকেটারও দলে নিতে শুরু করে চট্টগ্রাম।

কোচিং স্টাফের পাশাপাশি ক্রিকেটারও দলে নিতে শুরু করেছে চট্টগ্রাম। সবশেষ আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলা শেখ মেহেদীকে দলে নিয়েছে দলটি। মেহেদীর পাশাপাশি আরেক স্পিনার তানভীর ইসলামকেও দলে নেয় চট্টগ্রাম।

ড্রাফটের আগে একজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও চুক্তি করে তারা। জানা গেছে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে দেখা যাবে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদকে।

আরো পড়ুন: বিপিএল