হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশের স্কোয়াডে মোসাদ্দেক

ফ্র্যাঞ্চাইজি লিগ
হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশের স্কোয়াডে মোসাদ্দেক
মোসাদ্দেক হোসেন সৈকত, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে রংপুর বিভাগকে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি এনে দিয়েছেন আকবর আলী। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাটিংয়ে পারফর্ম করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জেতার পর থেকেই বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোকে নিয়মিতই নেতৃত্ব দিচ্ছেন আকবর। ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে দেখা যাবে এবার বাংলাদেশের নেতৃত্বে।

নভেম্বরে পর্দা উঠতে যাওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য আকবরকে অধিনায়ক করে ৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, জিসান আলমের মতো ক্রিকেটাররা। অভিজ্ঞ আবু হায়দার রনির সঙ্গে আছেন রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদও।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মারদের একজন মোসাদ্দেক। ডিপিএল কিংবা এনসিএলের মতো টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ মিলছে না তাঁর। ডিপিএলের সবশেষ আসরে আবাহনীকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি বোলিংয়ে ১৬ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন ডানহাতি এই স্পিনার। এ ছাড়া ব্যাটিংয়ে ১৪ ম্যাচে ৪৮৭ রান করেছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পরও ওয়ানডে দলে জায়গা হয়নি মোসাদ্দেকের।

গত শ্রীলঙ্কা সফরের আগে তাকে ওয়ানডে দলে ফেরানোর জোরালো দাবি উঠলেও সেটা শেষ পর্যন্ত হয়নি। তবে গত মে মাসে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। যদিও প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি। কদিন আগে শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে ঢাকা বিভাগের হয়ে দুইটি হাফ সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। ৬টি উইকেটও নিয়েছিলেন তিনি।

২০২২ সালের নভেম্বর থেকে জাতীয় দলের জার্সিতে গায়ে জড়াতে পারেননি মোসাদ্দেক। তবে হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে অভিজ্ঞ অলরাউন্ডারকে। প্রথমবারের মতো সেই টুর্নামেন্টে যাচ্ছেন তিনি। গত মৌসুমে খেলা আবু হায়দার, জিসান ও সাইফউদ্দিনও যাচ্ছেন আগামী আসর খেলতে। গত বছর ৪ ম্যাচে ৭৬ গড়ে ১৫২ রান করেছিলেন জিসান। এ ছাড়া বোলিংয়ে ৬ উইকেট পেয়েছিলেন তরুণ এই ওপেনার।

সাইফউদ্দিন ২০২৪ সালে চার ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছিলেন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খেলা অলরাউন্ডারকে হংকংয়ে পাঠাচ্ছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে পারফর্ম করছেন আকবর। তিনিও খেলবেন সেই টুর্নামেন্টে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে যাচ্ছেন রাকিবুল। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিনের সঙ্গে থাকছেন তোফায়েল। ৭ নভেম্বর শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টের ফাইনাল ৯ নভেম্বর। হংকংয়ের তিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে ম্যাচগুলো।

বাংলাদেশের স্কোয়াড— আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান এবং তোফায়েল আহমেদ।

আরো পড়ুন: বাংলাদেশ