মোসাদ্দেকের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার প্রথম ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন আকবর আলীরা। আগে ব্যাটিং করে ৫ উইকেটে ৭৫ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ৬১ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। মোসাদ্দেক হোসেন সৈকতের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন আকবররা। ৮ নভেম্বর সকালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।