কোহলিকে বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন কারস্টেন

গ্যারি কারস্টেন (বামে) ও বিরাট কোহলি (ডানে), ফাইল ফটো
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এক সময় বিরাট কোহলিকে সরিয়ে পার্থিব প্যাটেলকে অধিনায়ক করার পরিকল্পনা করেছিল। এমন দাবি করেছেন দলটির সাবেক অলরাউন্ডার মঈন আলী।

promotional_ad

২০১৯ সালে গ্যারি কারস্টেনের অধীনে খেলার সময় এমন পরিকল্পনার কথা জানতেন মঈন। ইংলিশ এই অলরাউন্ডারের মতে, ওই সময় পার্থিবকে নেতৃত্বে আনা প্রায় চূড়ান্ত ছিল। ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন কোহলি।


আরো পড়ুন

‘ইমপ্যাক্ট খেলোয়াড়’ হিসেবে না, কোহলি খেলতে চান সিংহের মতো

২৪ আগস্ট ২৫
বিরাট কোহলির (ডানে) সঙ্গে স্বস্তিক চিকারা, ফাইল ফটো

মাঠে সাফল্য না পেলেও কোহলির অধীনে ব্র্যান্ড হিসেবে আরসিবির জনপ্রিয়তা বেড়েছিল। তবে ৯ মৌসুমে পাঁচবারই গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে দলটি। ২০১৯ মৌসুমে ১৪ ম্যাচে ৮টি হারায় আরসিবি পয়েন্ট তালিকার তলানিতে ছিল।


সেই মৌসুমে কোচ গ্যারি কারস্টেনের ভাবনায় ছিল অধিনায়ক পরিবর্তনের বিষয়টি। মঈন আলী বলেন, ‘আমার মনে হয় পার্থিব অধিনায়ক হতে যাচ্ছিল। গ্যারি কারস্টেনের পার্থিবকে অধিনায়ক করার পরিকল্পনা ছিল। ওর ক্রিকেট-মস্তিষ্ক দারুণ। তখন সেটাই আলোচনা হচ্ছিল।’


promotional_ad



আরো পড়ুন

চিন্নাস্বামীর দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২৫ লাখ রুপি দেবে বেঙ্গালুরু

১২ ঘন্টা আগে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিজয় মিছিলের অনুষ্ঠানে বিরাট কোহলি, ফাইল ফটো

তিনি আরও বলেন, ‘আমি জানি না পরে কী হয়েছিল বা কেন সেটা বাস্তবায়িত হয়নি, কিন্তু আমি নিশ্চিত তাকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছিল।’


পার্থিব প্যাটেলকে ঘরোয়া ক্রিকেটে একজন কৌশলী ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে তিনি গুজরাট টাইটানসের সহকারী কোচ ও দিল্লি প্রিমিয়ার লিগে দিল্লি ওয়ারিয়র্সের পরামর্শক হিসেবে যুক্ত আছেন।


২০২২ সাল থেকে ফাফ ডু প্লেসি বেঙ্গালুরুর অধিনায়কত্বের দায়িত্ব নেন। ২০২৫ সালে তাকে দলে না রাখায় নেতৃত্ব আসে রজত পাতিদারের হাতে, যার অধীনেই প্রথমবারের মতো আইপিএল শিরোপা জেতে বেঙ্গালুরু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball