হায়দরাবাদের নতুন বোলিং কোচ বরুণ

ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন জেমস ফ্র্যাঙ্কলিন। ২০২৬ আইপিএলের আগে নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি পেসারের জায়গায় হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন বরুণ অরুণ। ভারতের সাবেক পেসারকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

promotional_ad

চলতি বছরের জানুয়ারিতে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বরুণ। ২০২৪ সালের মাঝামাঝি সময় থেকে চেন্নাইয়ের এমআরএফ পেস একাডেমিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন তিনি। ৩৫ বছর বয়সী সাবেক পেসারের উঠে আসার পেছনে এই প্রতিষ্ঠানের অবদান রয়েছে। ২০১০-১১ মৌসুমে ঝাড়খাণ্ডের হয়ে আলোচনায় উঠে এসেছিলেন তিনি।


আরো পড়ুন

আইপিএলে টিকিট দুর্নীতির কারণে এইচসিএ সভাপতিকে গ্রেফতার

১০ জুলাই ২৫
প্রতীকী

বেশ কয়েকটি ফ্র্যাকচারের কারণে বরুণ ক্যারিয়ারের খুব বেশি লম্বা হয়নি। ভারতের হয়ে ৯ ওয়ানডের সঙ্গে ৯ টেস্ট খেলেছেন সাবেক এই পেসার। সবশেষ ২০১৫ সালের নভেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি। বরুণের ক্যারিয়ারের সেরা মুহূর্ত ২০১৪ সালের ইংল্যান্ড সফরে স্টুয়ার্ট ব্রডকে করা ডেলিভারিটি। ডানহাতি পেসারের বাউন্সারে নাক ভেঙে গিয়েছিলেন ব্রডের।


promotional_ad



আরো পড়ুন

আইপিএল-পিএসএলের সময় হতে পারে বিপিএল, বাড়তে পারে ভেন্যু

১০ জুলাই ২৫
আইপিএল ও বিপিএলের শিরোপা

পরবর্তীতে অস্ত্রোপচার করাতে হয় ইংলিশদের সাবেক পেসারকে। পেশাদার ক্রিকেট ছাড়ার পর আইপিএল চলাকালীন ক্রীড়া বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। কয়েক মাসের ব্যবধানে হায়দরাবাদের কোচিং স্টাফে যুক্ত হলেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোচের দায়িত্ব নিচ্ছেন বরুণ। সঙ্গী হিসেবে পাচ্ছেন ড্যানিয়েল ভেটরিকে।


আইপিএলে বেশ কয়েকটি দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে বরুণের। দিল্লি ডেয়ারডেভিলসের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। যেখানে ৫২ ম্যাচে ৮.৯৩ ইকনোমি রেটে নিয়েছেন ৪৪ উইকেট। ২০২২ সালে গুজরাটের হয়ে শিরোপাও জিতেছেন বরুণ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball