১১ জনের মৃত্যুতে বেঙ্গালুরুর দোষ খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

শিরোপা উদযাপনে ব্যস্ত কোহলিরা, ফাইল ফটো
চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) উপর চাপ বাড়ছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)-এর প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার দায় কোহলিদের দলকেই নিতে হবে।

promotional_ad

প্রতিবেদন অনুযায়ী, ৩ জুন আইপিএল শিরোপা জয়ের পরদিন বেঙ্গালুরু শহরে উদ্‌যাপন আয়োজন করে আরসিবি। সে উৎসবে অনুমতির বিষয়ে পুলিশের সঙ্গে কোনও সঠিক যোগাযোগ করেনি তারা। হঠাৎ উৎসবের ঘোষণা করায় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।


আরো পড়ুন

নিজেদের মাঠে ‘নিষিদ্ধ’ হতে পারে কোহলির বেঙ্গালুরু

১ ঘন্টা আগে
বিরাট কোহলি, ফাইল ফটো

ট্রাইবুনালের ভাষায়, 'প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েতের পুরো দায় আরসিবি-র। তারা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়নি। হঠাৎ করে সমাজমাধ্যমে এই উৎসবের কথা ঘোষণা করে দিয়েছিল তারা। তার ফলে এত ভিড় হয়েছিল।'


ঘোষণার সময় এবং প্রস্তুতির ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ট্রাইবুনাল মন্তব্য করেছে, 'হঠাৎ করে কারও অনুমতি ছাড়া একটা উপদ্রব সৃষ্টি করেছে আরসিবি। এত কম সময়ে, মাত্র ১২ ঘণ্টার মধ্যে পুলিশের পক্ষে সব বন্দোবস্ত করা কোনও ভাবেই সম্ভব ছিল না।'


promotional_ad



আরো পড়ুন

‘আসল সময়েই কোহলির বুদ্ধি খুলে যায়’

২০ জুলাই ২৫
ট্রফি হাতে বিরাট কোহলি ও রজত পাতিদার, ফাইল ফটো

পুলিশের সীমাবদ্ধতাও তুলে ধরা হয় ক্যাটের প্রতিবেদনে, 'পুলিশকর্মীরাও তো মানুষ। তারা তো ইশ্বর বা জাদুকর নন। আলাদিনের মতো প্রদীপ ঘষে কারও মনোকামনা পূর্ণ করার মতো শক্তিও তাদের নেই।'


৪ জুন সকাল থেকেই বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় প্রচণ্ড ভিড় জমতে থাকে। বিশেষ করে বিধান সৌধ ও চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনে লোকে লোকারণ্যর সৃষ্টি হয়। ভিড় সামলাতে না পেরে চিন্নাস্বামীর বাইরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ঘটে।


ঘটনার পরে আরসিবি, কর্নাটক ক্রিকেট সংস্থা এবং রাজ্য সরকার একে অপরকে দোষারোপ করে। কয়েকজন আরসিবি শীর্ষকর্তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশ বিভাগ থেকেও কয়েকজনকে সাসপেন্ড করা হয়। সেই সাসপেনশনের বিরোধিতা করে এক পুলিশ সদস্য ট্রাইবুনালে আবেদন করলে ট্রাইবুনাল এই পর্যবেক্ষণ দেয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball