মুম্বাইয়ে রিকেলটন-জ্যাকসের বদলি বেয়ারস্টো-গ্লিসন

ছবি: ফাইল ছবি

কুইন্টন ডি কককে ছেড়ে দেয়ার পর থেকেই রোহিত শর্মার সঙ্গে ভালো ওপেনিং জুটি গড়ে তুলবেন এমন ব্যাটার খুঁজে ফিরছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কয়েক মৌসুম পর অবশেষে নিজেদের পছন্দসই ব্যাটার খুঁজে পেয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। সাউথ আফ্রিকার এসএ২০ লিগে এমআই কেপটাউনের হয়ে আলো ছড়িয়ে আইপিএলেও সুযোগ পান রিকেলটন।
প্রথম আইসিসি ইভেন্ট, এ কারণেই চাপে ছিলেন রিকেলটন
২২ ফেব্রুয়ারি ২৫
টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে ১২ ম্যাচে ৩০.৫৫ গড় ও ১৫৩.৪২ স্ট্রাইক রেটে ৩৩৬ রান করেছেন বাঁহাতি এই ওপেনার। আইপিএলের চলতি আসরে মুম্বাইয়ের জার্সিতে রিকেলটনের চেয়ে বেশি রান করেছেন কেবল সূর্যকুমার যাদব। তবে প্রোটিয়া ব্যাটারকে প্লে-অফে পাচ্ছে না মুম্বাই (যদি তারা উঠতে পারে)। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি নিতে দেশে ফিরে যাবেন তিনি।

ভারত-পাকিস্তান লড়াইয়ের জেরে বদলে গেল পাঞ্জাব-মুম্বাই ম্যাচের ভেন্যু
৭ মে ২৫
রিকেলটনের বদলি হিসেবে সেরা চারের ম্যাচে যোগ দেবেন গ্লিসন। গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিষেক হয় ৩৭ বছর বয়সী পেসারের। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে দুটির বেশি ম্যাচ খেলতে পারেননি গ্লিসন। এদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের কারণে সেরা চারে পাওয়া যাবে না জ্যাকসকেও। মুম্বাইয়ের হয়ে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন তিনি।
ব্যাট হাতে ১৯৫ রান করার পাশাপাশি অফ স্পিনে ৫ উইকেট নিয়েছেন জ্যাকস। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন ইংলিশ এই অলরাউন্ডার। জ্যাকসের বদলি হিসেবে সেরা চারের ম্যাচে মুম্বাইয়ের জার্সিতে যোগ দেবেন বেয়ারস্টো। হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের হয়ে ৫ মৌসুমে ৫০ ম্যাচ খেলেছেন তিনি। ১৪৪.৪৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করা বেয়ারস্টোর দুটি সেঞ্চুরিও আছে।