promotional_ad

ভারতে পিএসএল সম্প্রচার বন্ধ, ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় ক্রুদের

পিএসএল
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন ১০ জন। এই ঘটনার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে পাল্টাপাল্টি বিরোধ। দুই দেশই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এবার এর প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)।

promotional_ad

জানা গেছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের সম্প্রচার বন্ধ করে দিয়েছে লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। এদিকে পিএসএলের সম্প্রচারের দায়িত্ব আছেন অনেক ভারতীয় ক্রু। তাদেরও ফেরত পাঠানো হচ্ছে নিজ দেশে। তবে এদের মধ্যে অনেকেই বসবাস করেন সংযুক্ত আরব আমিরাতে। তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে সিদ্ধান্ত।


আরো পড়ুন

শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান

১৪ ঘন্টা আগে
যে কারণে শাস্তি পেলেন মুনরো-রিজওয়ান, পিসিবি

জানা গেছে পিএসএল সম্প্রচারকাজে পাকিস্তানে থাকা ১২ জন ভারতীয় সম্প্রচারকর্মী ও এক প্রযোজক দেশটিতে আটকা পড়েছেন।এদিকে এক বিবৃতিতে ফ্যানকোড জানিয়েছে, ২৪ এপ্রিল থেকে পিএসএলের বাকি অংশ তারা আর সম্প্রচার করবে না তারা। পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে তারা বিব্রত বলে জানানো হয়েছে।


ফ্যানকোড পিএসএলের পুরোনো হাইলাইটসসহ অন্য সব ভিডিও মুছে ফেলেছে বা সরিয়ে ফেলেছে। এমনকি ভারতের টাইমস গ্রুপের মালিকানাধীন ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও পিএসএলের লাইভ স্কোর, সূচি বন্ধ করে দিয়েছে। ফলে পিএসএলের ভক্তরা কিছুটা হলেও বিপাকে পড়েছেন।


promotional_ad



আরো পড়ুন

ক্রিকেট থেকে বিরতিতে নিদা দার

৭ ঘন্টা আগে
পাকিস্তানের জার্সিতে নিদা দার, পিসিবি

তবে এখনও পর্যন্ত পাকিস্তানে ট্যাপম্যাড আইপিএলের সম্প্রচার চালিয়ে যাচ্ছে পাকিস্তানে। মুম্বাই হামলার পর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। এমনকি তারা নিরপেক্ষ ভেন্যুতেও কোনো ম্যাচ খেলে না। শুধু তাদের দেখা হয় আইসিসি ও এসিসির টুর্নামেন্টে।


এবার পেহেলগামের ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, নিকট ভবিষ্যতেও পাকিস্তানের বিপক্ষে ভারত কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না। এমনকি আইসিসি ও এসিসি যেন ভারত পাকিস্তানকে কোনো টুর্নামেন্টে একই গ্রুপে না রাখে সেই ব্যবস্থাও করবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball