
‘জাকের যে ক্যাচ মিস করেছে ওইটাই গেম চেঞ্জিং মোমেন্ট’
তানজিম হাসান সাকিবের অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক খেলতে পারেননি অভিষেক শর্মা। ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটের পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলের লাগালও পেয়েছিলেন জাকের আলী অনিক। তবে বলটা গ্লাভসে নিতে পারেননি বাংলাদেশের উইকেটকিপার। সেই সময় ৭ রানে ব্যাটিং করছিলেন অভিষেক। জীবন পেয়ে বাংলাদেশের বোলারদের বিপক্ষে ঝড় তুলেন বাঁহাতি এই ওপেনার।