promotional_ad

মুম্বাইয়ের হারের দিনে হার্দিককে ১২ লাখ রুপি জরিমানা

বিসিসিআই
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারবে এটা যেন নিয়ম হয়েছে। সবমিলিয়ে টানা ১৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জিততে পারেনি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও হেরেছেন হার্দিক পান্ডিয়ারা। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের দিনে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুনতে হয়েছে মুম্বাইয়ের অধিনায়ককে।

promotional_ad

আহমেদাবাদে আগে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৯৬ রান তোলে গুজরাট। রান তাড়ায় ৬ উইকেটে ১৬০ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই। দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা, হার্দিক ও সূর্যকুমার যাদবদের হারতে হয়েছে ৩৬ রানে। যদিও তিলক ভার্মা ও সূর্যকুমারের জুটিতে জয়ের পথেই ছিল মুম্বাই। 


আরো পড়ুন

দিন শেষে একজন পান্ডিয়ারই জেতার কথা ছিল: ক্রুনাল

৮ এপ্রিল ২৫
হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া, ফাইল ফটো

৩৯ রান করা তিলক ও ২৮ বলে ৪৮ রানের ইনিংস খেলা সূর্যকুমার ফিরলে দলকে জেতাতে পারেননি হার্দিক, নোমান ধীর, মিচেল স্যান্টনাররা। আগে বোলিং করতে নেমে ভালো শুরু পায়নি মুম্বাই। তবে শেষের দিকে দুর্দান্ত বোলিংয়ে ঘুরে দাঁড়ায় তারা। যদিও নির্ধারিত সময়ের চেয়ে ২ থেকে আড়াই মিনিট দেরিতে বোলিং শেষ করে মুম্বাই। 


promotional_ad

আইপিএলের ২.২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়তে হয়েছে হার্দিককে। টুর্নামেন্টের চলমান আসরের প্রথম স্লো ওভার রেটের ঘটনা ঘটে। এমন অবস্থায় মুম্বাইয়ের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ। শাস্তি মেনে নিয়েছেন হার্দিকও।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

১৮ ঘন্টা আগে
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

ম্যাচ শেষে এ প্রসঙ্গে তারকা অলরাউন্ডার বলেন, ‘এটা আমার নিয়ন্ত্রণে নেই। গত বছর যা হয়েছিল সেটা খেলারই অংশ। ঘটনাটা হচ্ছে ইনিংস শেষ করতে আমরা ২ থেকে আড়াই মিনিট দেরি করেছিলাম।’


গত মৌসুমে স্লো ওভার রেটের কারণে আইপিএলের এবারের আসরে প্রথম ম্যাচে নিষিদ্ধ ছিলেন হার্দিক। ফলে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে অধিনায়ককে পায়নি ‍মুম্বাই। টানা দুই হারে আইপিএল শুরু করা পাঁচবারের চ্যাম্পিয়নদের পরের ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩১ মার্চ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball