চেন্নাইয়ে ১৭ বছর পর জিতল বেঙ্গালুরু

ছবি: বিসিসিআই

১৯৭ রানের লক্ষ্য তাড়ায় ঘরের মাঠে চেন্নাই থেমেছে ১৪৬ রানে। স্বাগতিকদের ৫০ রানে হারিয়ে আইপিএলের চলমান আসরের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই সাথে ১৭ বছর পর চেন্নাইয়ের মাঠে জয়ের দেখা পেয়েছেন বিরাট কোহলিরা। সবশেষ ২০০৮ সালে প্রথমবারের মতো চেন্নাইয়ের মাঠে জয় পেয়েছিল বেঙ্গালুরু।
চিপকের জিততে পারা সব সময়ই বিশেষ অনুভূতির: রজত
২৯ মার্চ ২৫
জয়ের জন্য ১৯৬ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। ইনিংসের দ্বিতীয় ওভারেই রাহুল ত্রিপাঠি ও রুতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারায় তারা। জশ হেজেলউডের ব্যাক অব লেংথ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন ত্রিপাঠি। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ার সঙ্গে টপ এজ হওয়ায় মিড উইকেটে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। একই ওভারের শেষ বলে আউট হয়েছেন রুতুরাজও।
ডানহাতি পেসারের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি চেন্নাইয়ের অধিনায়ক। চীপকে ১৭ ইনিংস খেলা রুতুরাজ প্রথমবার ডাক মেরেছেন। একটু পর আউট হয়েছেন দীপক হুডা। পেসার ভুবনেশ্বর কুমারের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে দিয়েছেন ডানহাতি ব্যাটার। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে হুডাকে ফেরায় বেঙ্গালুরু।

রাচিন রবীন্দ্র ও স্যাম কারান মিলে জুুটি গড়ার চেষ্টা করলেও সেটা বড় করতে দেননি লিয়াম লিভিংস্টোন। ডানহাতি স্পিনারের উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্রুনাল পান্ডিয়াকে ক্যাচ দিয়েছেন ৮ রান করা কারান। বাকিদের আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন রাচিন। তাকে ফিরিয়েছেন ইয়াশ দয়াল। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে চেয়েছিলেন রাচিন। তবে ব্যাটের নিচের কানায় লেগে ইনসাইড এজ হয়ে বোল্ড হতে হয়েছে তাকে।
রাজস্থানের প্রথম জয়ের দিনে পরাগকে জরিমানা
৪ ঘন্টা আগে
বাঁহাতি ওপেনারকে ফিরতে হয় ৩১ বলে ৪১ রানের ইনিংস খেলে। একই ওভারে শিভাম দুবেকেও ফিরিয়েছেন দয়াল। বাঁহাতি পেসারের বলে বোল্ড হয়েছেন ১৯ রান করা দুবেও। রবিচন্দ্রন অশ্বিনও বেশিক্ষণ টিকতে পারেননি। লিভিংস্টোনের শর্ট ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে লং অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় সল্টের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন।
শেষের দিকে ব্যাটে হাতে ঝড় তুলেছিলেন ধোনি। ১৮৭.৫০ স্ট্রাইক রেটে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। ধোনির এমন ইনিংস কেবল চেন্নাইয়ের হারের ব্যবধানই কমিয়েছে। বেঙ্গালুরুর হয়ে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন হেজেলউড। এ ছাড়া লিভিংস্টোন ও ইয়াশ দয়াল দুটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে বেঙ্গালুরু। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক রজত পাতিদার। এ ছাড়া সল্ট ৩২, বিরাট কোহলি ৩১, দেবদূত পাডিকাল ও শেষের দিকে টিম ডেভিড অপরাজিত ২২ রান করেছেন। চেন্নাইয়ের হয়ে ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন নূর আহমেদ। পেসার মাথিশা পাথিরানা নিয়েছেন দুটি উইকেট।