promotional_ad

আইপিএল খেলতে ৩ দলের সঙ্গে যোগাযোগ করছেন সাকিব

সানরাইজার্স হায়দরবাদের হয়ে আইপিএল খেলেছেন সাকিব আল হাসান, ফাইল ছবি
আইপিএলের আগে মেগা নিলামের জন্য নিবন্ধন করেছিলেন সাকিব আল হাসানসহ বাংলাদেশের ১৩ ক্রিকেটার। যদিও চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছিলেন ১২জন। দুদিনের মেগা নিলামের দ্বিতীয় নাম উঠানো হয় মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের। নিবন্ধন করলেও কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না থাকায় নিলামেও তোলা হয়নি সাকিবের নাম। ক্যারিয়ারের শেষের শুরুতে আইপিএলে দল পাওয়া হয়নি তারকা অলরাউন্ডার।

promotional_ad

আইপিএলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগে (পিএসএল), দ্য হান্ড্রেডেও দল পাওয়া হয়নি সাকিবের। সবশেষ ডিসেম্বরে বোলিংয়ে নিষেধাজ্ঞা পাওয়ায় আন্তর্জাতিক কিংবা আইপিএলের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলা কঠিন হয়ে উঠে তার জন্য। যদিও কদিন আগে তৃতীয়বারের চেষ্টায় বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরীক্ষায় পাশ করেই আইপিএলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। 


আরো পড়ুন

বোলিং পরীক্ষায় পাশ সাকিব

১৯ মার্চ ২৫
ইংলিশ কাউন্টিতে সারের হয়ে খেলেছেন সাকিব আল হাসান, সারে

ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ জানিয়েছে, আইপিএল খেলার জন্য ভিন্ন তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন সাকিব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরেছেন তিনি। প্রতিবেদনে জানানো হয়েছে, এই তিন দলের স্পিন বিভাগ তূলনামূলক দূর্বল হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।


ভুবনেশ্বর কুমার, জশ হেজেলউড, লুঙ্গি এনগিদিদের নিয়ে ভালো পেস ইউনিট গড়েছে বেঙ্গালুরু। তবে বিরাট কোহলির দলে বিশ্ব মানের স্পিনার নেই। ভারতীয় তিন স্পিনার সুহাশ শর্মা, স্বপ্নীল সিং এবং ক্রুনাল পান্ডিয়ার উপর ভরসা রাখতে হচ্ছে তাদের। নিলাম থেকে  লেগ স্পিনার অ্যাডাম জাম্পা ও রাহুল চাহারকে কিনেছে হায়দরাবাদ। ব্যাকআপ হিসেবে অবশ্য ভালো কেউ নেই। সেখানেও সুযোগ তৈরি হতে পারে সাকিবের। 



promotional_ad

নিলাম থেকে রাজস্থানও মাহিশ থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো স্পিনারকে দলে টেনেছে। তবে চোটের কারণে সবশেষ দুই মৌসুমে সেভাবে খেলার সুযোগ হয়ে উঠেনি হাসারাঙ্গা। লঙ্কান তারকার বাইরে ভালো মানের অলরাউন্ডার নেই রাজস্থানের। আইপিএল চলাকালীন এবারও যদি হাসারাঙ্গা চোটে পড়ে তাহলে বিপদে পড়বে তারা। এমন অবস্থায় সাকিবের জন্য সুযোগ থাকবে আইপিএল খেলার। 


আরো পড়ুন

রাচিনের ব্যাটে মুম্বাইকে হারিয়ে চেন্নাইয়ের শুভসূচনা

৫ ঘন্টা আগে
হাফ সেঞ্চুরির পথে রাচিন রবীন্দ্র

তিনটি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করলেও সাকিবের আইপিএল খেলা এখনও নিশ্চিত নয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডার আপাতত তাদেরকে জানিয়ে রেখেছেন আইপিএল খেলার পুরোপুরি প্রস্তুত আছেন। ফলে কোনো ক্রিকেটার চোটে পড়লে তখন বিকল্প হিসেবে সুযোগ পেলেও পেতে পারেন সাকিব। 


সাকিবের বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন আইপিএলের পাশাপাশি পিএসএলে খেলতেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো ক্রিকেটারের চোটের উপর নির্ভর করে যেটাতে সুযোগ পাবেন সেটাতেই খেলবেন সাকিব। আপাতত বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া তারকা অলরাউন্ডার নিজেকে মাঠের ক্রিকেটে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball