স্লো ওভার রেটের কারণে আইপিএলে আর অধিনায়ক নিষিদ্ধ হবেন না

ছবি: মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

এই ফ্র্যাঞ্চাইজি লিগের এবারের আসরকে সামনে রেখে খেলার বেশকিছু শর্তাবলী সংশোধন করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর মধ্যে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে।
মহসিনের চোটে কপাল খুলতে যাচ্ছে শার্দুলের
৫৩ মিনিট আগে
এবার ক্রিকবাজ জানিয়েছে স্লো ওভার রেটের কারণে অধিনায়কের নিষেধাজ্ঞার নিয়মও বদলে ফেলছে আইপিএলের আয়োজকরা। বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে, অধিনায়করা আর ম্যাচ নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না। এর পরিবর্তে তাদের ডিমেরিট পয়েন্টের মাধ্যমে শাস্তি দেয়া হবে।
অতিমাত্রায় শাস্তি যোগ্য কোনো অপরাধ করলেই কেবল নিষেধাজ্ঞার শাস্তি আরোপ করা হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) মুম্বইতে বিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত অধিনায়ক ও ম্যানেজারদের বৈঠকে স্লো ওভার রেটের কারণে অধিনায়কের নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়েছে।

বিকল্প হিসেবে আইসিসির অনুরূপ একটি ব্যবস্থা চালু করা হয়েছে। যেখানে অপরাধের মাত্রার ওপর ভিত্তি করে অধিনায়কের জন্য ডিমেরিট পয়েন্ট নির্ধারিণ করা হবে। এই ডিমেরিট পয়েন্ট তিন বছর পর্যন্ত বহাল থাকবে।
চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার
১৯ মার্চ ২৫
ক্রিকবাজ তাদের রিপোর্টে বলেছে, ‘অধিনায়ককে ডিমেরিট পয়েন্ট দিয়ে শাস্তি দেয়া হবে, তবে স্লো ওভার-রেটের জন্য তিনি কোনো ম্যাচে নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন না।’
সাধারণত লেভেল ওয়ানের অপরাধের জন্য ম্যাচ ফির ২৫ থেকে ৭৫ শতাংশ জরিমানা করা হয় এবং সেই সঙ্গে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। যদি কোনো অপরাধ গুরুতর বলে বিবেচিত হয় তবেই কেবল চারটি ডিমেরিট পয়েন্ট দেয়ার রীতি আছে।
চারটি ডিমেরিট পয়েন্টের জন্য ম্যাচ ফির জন্য ম্যাচ ফির শতভাগ জরিমানা বা অতিরিক্ত ডিমেরিট পয়েন্ট দেয়া হতে পারে। যা ভবিষ্যতে ম্যাচ থেকে নিষেধাজ্ঞার কারণ হতে পারে। তবে তাৎক্ষণিক স্লো ওভার রেটের জন্য কোনো নিষেধাজ্ঞা কার্যকর হবে না।