বিপিএলে রংপুরের হয়ে খেলবেন মালান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন ডেভিড মালান। নানান বাস্তবতায় টুর্নামেন্টের আগামী আসরে খেলতে দেখা যাবে না বর্তমান চ্যাম্পিয়নদের। নতুন মৌসুম তাই নতুন দল খুঁজে নিয়েছেন মালান। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক ওপেনার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।