promotional_ad

টাকা না থাকলে বিপিএলে দল নিতে না করছেন মালান

খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের জয়ের নায়ক ডেভিড মালান, ক্রিকফ্রেঞ্জি
পারিশ্রমিক না পাওয়ায় বিপিএলের চলমান আসরে পুরো দলের অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, দল ছেড়ে বাসায় চলে যাওয়া কিংবা টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটারের হোটেলে বসে থাকার মতো ঘটনা ঘটেছে। এমন অবস্থায় অনেক বিদেশি ক্রিকেটার ভবিষ্যতে বিপিএলে খেলতে আসার ব্যাপারে ভেবে দেখার কথাও জানিয়েছেন। বিপিএলের এমন পরিস্থিতি নিরসনে ডেভিড মালানের সহজ সমাধান। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে করে জানান, টাকা থাকলে দল নেবেন আর না থাকলে নেবেন না।

promotional_ad

বিপিএল মানেই যেন ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমস্যা। ২০১২ সালে শুরু হওয়া টুর্নামেন্টের বেশিরভাগ আসরেই প্রশ্ন উঠেছে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে। চলমান আসরে সেটার প্রকোপ যেন বেড়েছে। চট্টগ্রামে পা রাখার পর প্রথম দিন অনুশীলন না করে বিশ্রামে ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। তবে ১৫ জানুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার সকাল ১০টায় অনুশীলন করার কথা ছিল তাদের। 


আরো পড়ুন

আমার সঙ্গে মালানের কিছুই হয়নি: তামিম

২০ জানুয়ারি ২৫
তামিম ইকবাল (বামে), ডেভিড মালান (ডানে), ক্রিকফ্রেঞ্জি

সকাল ৯ টা ৪৮ মিনিটে অনুশীলন বাতিল করে ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা জানায় রাজশাহীর মিডিয়া বিভাগ। যদিও একটু পরই মেলে ভিন্ন তথ্য। বিপিএলে ৬ ম্যাচ খেললেও এখনো পারিশ্রমিক বুঝে পাননি দলটির স্থানীয় ক্রিকেটাররা। পরবর্তীতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে ২৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশের চেক পান তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা।



promotional_ad

একই দলের ক্রিকেটার লাহিরু সামারকুন পারিশ্রমিক না পেয়ে বিসিবির কাছে অভিযোগ জানায়। পারিশ্রমিক সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে চিটাগং কিংসেরও নাম। একদিন আগে পারিশ্রমিক না পাওয়ায় রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। পরবর্তীতে নিয়ম ভেঙ্গে ১১ জন দেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজায় রাজশাহী। মালান জানিয়েছেন, ফরচুন বরিশালে পারিশ্রমিক নিয়ে কোন সমস্যা নেই।


আরো পড়ুন

দোষীদের বিচার না হলে বিপিএল ছাড়বেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক

৬ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন মিজানুর রহমান, ক্রিকফ্রেঞ্জি

এ প্রসঙ্গে মালান বলেন, ‘আমি নিজের দল নিয়ে শুধু মন্তব্য করতে পারি। আমাদের দল দারুণ। যেখানেই খেলেন না কেন, মৌলিক বিষয়গুলো ঠিকঠাক দেখতে চান সবাই। আমাদের কাজ হচ্ছে খেলা এবং অন্য কারও কাজ আমাদের পারিশ্রমিক দেওয়া। এজন্যই এসব লিগ খেলি আমরা।’



টাকা না থাকলে দলের মালিকানা নিতে বারণ করছেন মালান। বাঁহাতি পেসার মনে করেন, এমনটা করলে পারিশ্রমিক নিয়ে সমস্যা হবে না। তিনি বলেন, ‘আশা করি, সামনে এমন (পারিশ্রমিক সমস্যা) হবে না। এটা নিয়ন্ত্রণ করা খুব সহজ। আপনার যদি টাকা থাকে, তাহলে দল নেবেন। টাকা না থাকলে দল নেবেন না। সহজ ব্যাপার। এমনই হওয়া উচিত। এখন পর্যন্ত আমাদের দলের কোনো সমস্যা নেই। আশা করি সামনেও হবে না। তবে হ্যাঁ, এটি এমন ব্যাপার যা চাইলেই খুব সহজে ঠিক করা যায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball