খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল: সৌম্য

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সৌম্য সরকার, ক্রিকফ্রেঞ্জি
চলতি বিপিএলে প্রায় প্রতি ম্যাচেই রান হচ্ছে। ২০০ রান হচ্ছে নিয়মিত। এমন একটি টুর্নামেন্টেই শুরুর দিকে খেলতে পারেননি সৌম্য সরকার। আঙুলের চোটের কারণে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। এ নিয়ে খুব বেশি আফসোস নেই এই বাঁহাতি ওপেনারের।

promotional_ad

যদিও চোটের কারণে বাসায় বসে থাকাই তার জন্য কষ্টের ছিল। চোটের পর পুনর্বাসন কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন সৌম্য। দ্রুতই হয়তো তাকে দেখা যাবে বিপিএলেও। তাই যেন হাফ ছেড়ে বেঁচেছেন এই ক্রিকেটার।


আরো পড়ুন

নাইমের ফেরা ও সৌম্যের না থাকা নিয়ে যা বললেন লিপু

২৩ জুন ২৫
নাইম শেখ ও সৌম্য সরকার, ফাইল ফটো

গণমাধ্যমের সঙ্গে ফেরার অনুভূতি জানিয়ে সৌম্য বলেছেন, ‘যেহেতু খেলোয়াড়, মাঠে ফিরেছি, এটাই সবচেয়ে ভালো। ইনজুরি ছিল, একটু কঠিন সময় গেছে। সবচেয়ে কষ্ট ছিল, বাসায় বসে খেলাগুলো দেখছিলাম। খেলাগুলো খেলতে পারছিলাম না, এটাই কষ্টের ছিল। খেলা চলছে, ইচ্ছা ছিল শুরু থেকে খেলার। তাই একটা আফসোস ছিল।’


চোটে পড়ার আগেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন সৌম্য। গ্লোবাল সুপার লিগে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলেছিলেন ৭৩ বলে ৭৩ রানের ইনিংস। আর টি-টোয়েন্টি সিরিজেও খেলেছিলেন ৩২ বলে ৪৩ রানের একটি নক।


promotional_ad

অনুশীলন করেই মাঠে ফেরার জন্য নিজেকে তৈরি করার লক্ষ্য নিয়ে সৌম্য বলেন, ‘পরিস্থিতিটা তো মাথার ভেতরে থাকে। ওখানে (মাঠে) তো আমাকে সহজ কিছু দেবে না, ফিল্ডিংয়ের সময় বলেন আর ব্যাটিংয়ের সময় বলেন না। ওখানে পরিস্থিতি পুরোটাই আলাদা। ওইটার জন্য যত বেশি কঠিন অনুশীলন করতে পারব, মানসিকভাবে ততই ভালো হবে।’


আরো পড়ুন

রংপুরকে হারিয়ে জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা

১৯ জুলাই ২৫
জিএসএল

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এরই মধ্যে সৌম্যকে নিয়েই এই টুর্নামেন্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। তাই বিপিএল দিয়েই জাতীয় দলের প্রস্তুতিটা সেরে নিতে হবে সৌম্যকে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball