হতাশা থাকলে এতদিনে গলায় দড়ি দেয়ার কথা: তাসকিন

ফ্র্যাঞ্চাইজি লিগ
হতাশা থাকলে এতদিনে গলায় দড়ি দেয়ার কথা: তাসকিন
গণমাধ্যমে কথা বলছেন তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পাওয়ার অগ্রিম বার্তা পেয়েও শেষমুহূর্তে সেখানে দল পাননি তাসকিন আহমেদ। এ নিয়ে একটুও হতাশ নন বাংলাদেশের এই পেসার। দুর্বার রাজশাহীর নবনিযুক্ত অধিনায়ক মনে করিয়ে দিলেন, এর আগে তিনবার সুযোগ পেয়েও আইপিএলে খেলা হয়নি তার।

এক দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে লঙ্কা প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলা হয়নি তাসকিনের। সুযোগ আসলেও ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনা করে তাকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

এবারের বিপিএলে তাসকিনের দলের প্রধান কোচ হিসেবে আছেন পাকিস্তানের ইজাজ আহমেদ। তাসকিনকে পিএসএলের দল লাহোর কালান্দার্স দলে নিতে চায় বলেও দাবি করেছিলেন তিনি। রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস বলেছিলেন, তাসকিনকে নিতে চায় পিএসএলের আরেক দল পেশাওয়ার জালমিও।

ড্রাফট শেষ হয়ে গেছে পিএসএলের। নাহিদ রানা, লিটন দাস এবং রিশাদ হোসেন দল পেলেও এবার আর দল পাননি তাসকিন। যদিও এসব নিয়ে একটুও হতাশ নন তাসকিন। সামনে বড় সুযোগ আসবে, এমনটাই বিশ্বাস তার।

তাসকিন বলেন, 'নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।'

'এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।'

এবারের বিপিএলে দারুণ ফর্মে আছেন তাসকিন। এখন পর্যন্ত ৯ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নয়া অধিনায়ক। অথচ এই টুর্নামেন্টে কোনো বোলার এখনও ১৪টি উইকেটও নিতে পারেননি। এভাবে পারফর্ম করার কারণে পিএসএলে খেলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তাসকিন।

তিনি আরও বলেন, 'আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়। ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ হয়নি।'
 

আরো পড়ুন: তাসকিন আহমেদ