পিএসএলে বাংলাদেশের ৩ ক্রিকেটার, দল পেলেন না সাকিব-মুস্তাফিজ
ছবি: পিএসএলে দেখা যাবে বাংলাদেশের ৩ ক্রিকেটারকে
ধারাবাহিক পারফরম্যান্সে ফল হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন তিনি। গোল্ড ক্যাটাগরি থেকে বাংলাদেশের পেসারকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম। পাকিস্তানের তারকা ব্যাটারের সঙ্গে নাহিদ সতীর্থ হিসেবে পাচ্ছেন সাইম আইয়ুব, টম কোহলার-ক্যাডমোর, মোহাম্মদ হারিস, কর্বিন বশ এবং নাজিবউল্লাহ জাদরানকে।
লিটন-রিশাদ-নাহিদকে নিয়ে কেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড
১৩ জানুয়ারি ২৫নাহিদের পর পিএসএলে দল পেয়েছেন লিটন দাস। সবশেষ ১২ মাসে ব্যাট হাতে সময়টা ভালো যায়নি তাঁর। এক বছরে জাতীয় দলের হয়ে ৫ ওয়ানডেতে ৬ রান করায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ পড়েছেন ডানহাতি এই ব্যাটার। তবে চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের শেষ দুই ম্যাচে রানের দেখা পেয়েছেন লিটন।
সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলার পর দুর্বার রাজশাহীর বিপক্ষে অপরাজিত ছিলেন ১২৫ রানে। বিপিএলে সেঞ্চুরি করার পরদিন পিএসএলের আগামী মৌসুমের জন্য লিটনকে দলে নিয়েছে করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি ব্যাটারকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। করাচির অধিনায়ক হিসেবে আছেন শান মাসুদ।
এ ছাড়া করাচিতে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মোহাম্মদ নবি, টিম সেইফার্ট, অ্যাডাম মিলনে, জেমস ভিন্স, আমের জামালকে সতীর্থ হিসেবে পাবেন লিটন। তবে দলটির অধিনায়ক শান মাসুদ নিশ্চিত করেছেন সেইফার্টের ব্যাক আপ হিসেবে দলে নিয়েছে করাচি। লিটনের পর একই ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি, জিম-আফ্রো টি-টেন লিগ ও বিগ ব্যাশের পর পিএসএলে দল পেলেন তিনি।
পিএসএল খেলতে কাউন্টি দলের অধিনায়কত্ব ছাড়লেন ভিন্স
৫ ঘন্টা আগেবাংলাদেশের তরুণ লেগ স্পিনারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। সবশেষ কয়েক বছরে তাদের হয়ে খেলেছেন রশিদ খান। আফগান তারকার অভাব পূরণে রিশাদকে দলে টেনেছেন শাহীন শাহ আফ্রিদিরা। দু’বারের চ্যাম্পিয়নদের হয়ে খেলতে গিয়ে রিশাদ সতীর্থ হিসেবে পাবেন শাহীন আফ্রিদি, হারিস রউফ, ফখর জামান, ড্যারিল মিচেল, সিকান্দার রাজা, কুশল পেরেরা এবং ডেভিড ভিসেকে।
পিএসএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটের বিভিন্ন ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন বাংলাদেশের ৩৯ ক্রিকেটার। সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটাররা কেউই দল পাননি।