শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাব্বিরকে ম্যাচ খেলায়নি ঢাকা
ছবি: ঢাকা ক্যাপিটালসের জার্সিতে অনুশীলনে সাব্বির রহমান
দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন সাব্বির। গত বছরের মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর থেকে স্বীকৃত ক্রিকেটে খেলেননি তিনি। এ সময়ে জিম-আফ্রো টি-টেন ও লঙ্কা সুপার টি-টেনে খেলেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার। জিম-আফ্রোতে একটি ম্যাচে পাঁচটি ছক্কা ছাড়া পুরো টুর্নামেন্টে কিছুই করে দেখাতে পারেননি। কদিন আগে লঙ্কা টি-টেনে ২০৭ স্ট্রাইক রেটে ৬ ম্যাচে করেছিলেন ৫৮ রান।
লঙ্কান দ্বীপে খেলা সেই টুর্নামেন্টের সেই আত্মবিশ্বাস বিপিএলে কাজে লাগাতে চেয়েছিলেন সাব্বির। অথচ ঢাকার প্রথম তিন ম্যাচের একটিতেও খেলা হয়নি তাঁর। দলের সমন্বয়ের কারণে প্রথম দুই ম্যাচে রাখা হয়নি তাকে। তবে ২ জানুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ডানহাতি ব্যাটারকে খেলানোর কথা ভেবেছিলেন ঢাকার টিম ম্যানেজমেন্ট। অথচ বছরের প্রথম দিনের অনুশীলনেই আসেননি সাব্বির। শৃঙ্খলা ভঙ্গ করায় শাস্তি হিসেবে খুলনার বিপক্ষে খেলানো হয়নি সাব্বিরকে। তবে পরের ম্যাচ থেকে তাকে খেলানোর আশা দিয়েছেন সুজন।
ঢাকার প্রধান কোচ বলেন, ‘সাব্বিরকে আমরা খেলাতে পারিনি, কম্বিনেশনের কারণে। এছাড়াও কিছু অন্য ইস্যু ছিল, অনেকেই হয়তো বলেছেন ফেইসবুক বা সামাজিম মাধ্যমে। ভেতরের অনেক কিছু অনেকে জানে না বলে হয়তো মন্তব্য করে দেওয়াটা অনেক সহজ। এখানে আমার হাত ছিল না। অধিনায়কও ছিল দলে, তারও বলার থাকে অনেক কিছু। ট্রেনিংয়ের ব্যাপারগুলো থাকে, যেগুলো আমরা বলতে পারি না অনেক কিছু। হ্যাঁ, ট্রেনিংয়ে সাব্বির অনুপস্থিত ছিল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের মাঝে যে অনুশীলনে আসেনি। টিম ডিসিপ্লিনের ব্যাপারও ছিল, এই কারণেই তাকে খেলানো হয়নি, বিশেষ করে তৃতীয় ম্যাচটি, যেটি ছিল ২ তারিখে।’
‘ওই ম্যাচটি খেলানো হয়নি ১ তারিখে অনুশীলনে না আসার জন্য। এটা পুরোপুরি শৃঙ্খলাজনিত কারণ। এছাড়া সাব্বির ভালো ক্রিকেটার। আশা করি, কালকের ম্যাচ থেকে ওকে খেলাতে পারব এবং আশা করি সেরাটা খেলবে। অভিজ্ঞ ক্রিকেটার সে, একজন অভিজ্ঞ ক্রিকেটারর অভাব আছে আমাদের মিডল অর্ডারে। সাব্বিরের অন্তর্ভুক্তি আমাদের জন্য খুব ভালো হবে। এটা খুব সহজ্ পাবলিকলি বললাম, কারণ একটা দূরত্ব থেকে যেত, এজন্য বলে দিলাম। ওর ভক্তরাও বুঝতে পারবে যে ও কেন খেলেনি। এই একটা কারণই ছিল। আশা করি ওকে কালকের ম্যাচ থেকে খেলাতে পারব ও ওর সার্ভিসটা পাব।’
খুলনার ম্যাচের আগে ১ জানুয়ারি মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করে ঢাকা। ম্যানেজার কিংবা কোচকে না বলে সেদিন অনুশীলনে আসেননি সাব্বিরকে। অনুশীলনে ডানহাতি ব্যাটারকে না দেখে অবাক হয়েছেন কোচ ও ম্যানেজার। এমন ঘটনা নিয়ে সাব্বিরের সঙ্গে কথা বলেছেন এবং তাকেও বুঝিয়েছেন ঢাকার প্রধান কোচ। ১ জানুয়ারিতে অনুশীলনে না এসে যে ভুল করেছেন সেটা বুঝতে পেরেছেন সাব্বির নিজেও। সুজনের বিশ্বাস, পরের ম্যাচ থেকে নতুনভাবে নিজের সেরাটা দেবেন সাব্বির।
সুজন বলেন, ‘এটা আমি ওকে বলেছি যে, না-ই আসতে পারে অনুশীলনে। অনেক ক্রিকেটারই ম্যাচের আগের দিন অনুশীলন করে না। কিন্তু আমি চাই, আমার প্রত্যেকটি ক্রিকেটার ম্যাচের আগের দিন ট্রেনিং করকি বা না করুক, ড্রেসিং রুমে যেন থাকে। সাব্বিরকে এটিই বুঝিয়েছি। ১ তারিখের অনুশীলনে সে আসবে না, এটা আমরা কেউ জানতাম না যে কেন সে আসেনি। শৃঙ্খলাজনিত কারণ এজন্যই বললাম, যদি বলে নিত, তাহলে সেটা শৃঙ্খলাজনিত কারণ নয়। কিন্তু আমি বা ম্যানেজার বা কেউই জানত না।’
‘মাঠে গিয়ে যখন তাকে খুঁজি, জানি না যে সে কেন নেই, তাহলে তো সত্যিই দুঃখের ব্যাপার। আমি ওর সঙ্গে কথা বলেছি। সে অনুধাবন করতে পেরেছে। সে বলেছে যে, “সুজন ভাই ভুল হয়েছে, আপনি রাগ করবেন না’। আমার বিশ্বাস, ঢাকা ক্যাপিটালসের বাকি পুরো পথচলায় সিনিয়র ক্রিকেটার হিেব সে আমাকে সাপোর্ট করবে এবং সিনিয়র ক্রিকেটারের মতো আচরণ করবে। যেন ওর কাছ থেকে আমর ভালো সার্ভিস পাই। আমি মনে করি, এই ব্যাপারগুলো সে মেনে নেবে এবং কালকে নতুনভাবে নিজের সেরাটা দেবে দলের জন্য।’