সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল
ছবি: ক্রিকফ্রেঞ্জি
১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে মোট ১২ ম্যাচ। টুর্নামেন্টের সিলেট পর্ব শুরুর আগে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকায় টিকিট কিনে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।
সবচেয়ে কম ১৫০ টাকায় টিকিট কিনলে খেলা দেখতে হবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়া থেকে। পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে ৫০০ টাকা খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের।
জিরো ওয়েষ্ট জোনের টিকিটের দাম ৬০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। অনলাইনের পাশাপাশি বুথ থেকেও টিকিট ক্রয় করা যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট শিশু একাডেমি এবং মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় বুথ খোলা হয়েছে।
গ্যালারি |
মূল্য |
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড |
১৫০ টাকা |
পশ্চিম গ্যালারি |
১৫০ টাকা |
গ্রিন হিল এরিয়া |
১৫০ টাকা |
পূর্ব গ্যালারি |
২৫০ টাকা |
ক্লাব হাউজ |
৫০০ টাকা |
জিরো ওয়েষ্ট জোন |
৬০০ টাকা |
গ্র্যান্ড স্ট্যান্ড |
২ হাজার টাকা |