promotional_ad

রিশাদকে না খেলানোর ব্যাখ্যা দিলেন বরিশালের কোচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফরচুন বরিশালের হয়ে অনুশীলনে রিশাদ হোসেন, ফরচুন বরিশাল
তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবদের পেছনে ফেলে ২০২৪ সালে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। অথচ ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচই খেলার সুযোগ পাচ্ছেন না ডানহাতি এই লেগ স্পিনার। রিশাদকে না খেলানোর ব্যাখ্যা কিংবা তাকে নিয়ে পরিকল্পনা জানতে চাওয়া হলে মিজানুর রহমান বাবুল বলেন, ‘সামনে আরও অনেক সময় পড়ে আছে।’

promotional_ad

বিপিএলের সবশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন রিশাদ। সাবেক চ্যাম্পিয়নদের হয়ে নিয়েছিলেন ৬ উইকেট। বিপিএলে পর্যাপ্ত ম্যাচ না পেলেও ২০২৪ সালে বাংলাদেশের হয়ে ২৪ টি-টোয়েন্টি খেলেছেন ডানহাতি এই লেগ স্পিনার। বোলিং করেছেন প্রতি ইনিংসেই। যেখানে সবমিলিয়ে ১৯ গড়ে নিয়েছেন ৩৫ উইকেট। পুরো বছরে রিশাদের উল্লেখযোগ্য পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপে।


গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হওয়া ২০ ওভারের টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। বছরজুড়ে এমন পারফরম্যান্স করলেও দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে জায়গা মেলেনি তাঁর। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লেগ স্পিনারদের কদর কম, সেটা স্পষ্ট হয়ে উঠছে আরও একবার। যদিও দলের পক্ষ থেকে কম্বিনেশনের কথা বলে খানিকটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। 


promotional_ad

রংপুরের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে বরিশালের প্রধান কোচ মিজানুর বলেন, ‘রিশাদ আমাদের মূল বোলারদের একজন। কম্বিনেশনের কারণে হয়তো রিশাদ খেলছে না। তবে মাত্র দুইটা ম্যাচ গেল। অবশ্যই আমাদের পরিকল্পনায় আছে রিশাদ।’


বিপিএলে ম্যাচ না পাওয়া রিশাদের খেলা হচ্ছে না বিগ ব্যাশের। বছরজুড়ে আলো ছড়ানো বাংলাদেশের লেগ স্পিনারকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। চুক্তি অনুযায়ী, হোবার্টের হয়ে ৬-৯টি ম্যাচ খেলার কথা ছিল তাঁর। তবে বিসিবি থেকে সপ্তাহের বেশি অনাপত্তি পত্র না পাওয়ায় অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া হয়নি রিশাদের। মূলত বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে ছাড়তে চায়নি বরিশালও। 


এ প্রসঙ্গে মিজানুর বলেন, ‘সবাই পেশাদার ক্রিকেটার। সবার আগে দল। দল চিন্তা করে যে, কোন কম্বিনেশনে খেললে দল জিতবে। সেই ক্ষেত্রে হয়তো আজকে রাতের ম্যাচ ছিল বা অন্য কম্বিনেশন করতে গিয়ে রিশাদের খেলা হচ্ছে না। মাত্র দুটো ম্যাচ হলো। সামনে অনেক সময় পড়ে আছে। রিশাদ অবশ্যই খেলবে। রিশাদ আমাদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball