রংপুরের হয়ে বিপিএল খেলা হচ্ছে না গাজানফারের

ফ্র্যাঞ্চাইজি লিগ
রংপুরের হয়ে বিপিএল খেলা হচ্ছে না গাজানফারের
বিপিএলে আসা হচ্ছে না মোহাম্মদ গাজানফারের
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জানুয়ারিতে শুরুতে পর্দা উঠতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন মোহাম্মদ গাজানফার। আইএলটি-টোয়েন্টিতে খেলতে নামার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসার কথা ছিল তরুণ এই স্পিনারের।

রংপুর রাইডার্সের জার্সিতে বেশ কয়েকটি ম্যাচ খেলার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। জাতীয় দলের ব্যস্ততার কারণে রংপুরের সঙ্গে ‍চুক্তি বাতিল করেছেন গাজানফার। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ২০১৭ সালের বিপিএল চ্যাম্পিয়নরা। 

২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছিলেন রশিদ খান। প্রায় বছর চারেক পর সেই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল তারকা লেগ স্পিনারের। স্কোয়াডে থাকলেও প্রথম টেস্টের আগে নিজেকে সরিয়ে নেন তিনি। 

ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না রশিদের। ফলে তাঁর বদলি হিসেবে টেস্ট দলে ডেকে নেয়া হয় ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে নজরকাড়া বোলিংয়ে আলো ছড়ানো গাজানফারকে। এ কারণে রংপুরের জার্সিতে বিপিএল খেলতে আসা হচ্ছে না তাঁর। 

গাজানফার না হলেও রংপুরের হয়ে বিপিএলে দেখা যাবে আফগানিস্তানের ওপেনার সেদিকউল্লাহ অটলকে। এ ছাড়া পাকিস্তানের খুশদিল শাহ, আকিফ জাভেদ, ইফতিখার আহমেদ, ওয়েস্ট ইন্ডিজের স্টিভেন টেলর, সৌরভ নেত্রাভালকর, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররা খেলবেন দলটির হয়েছে। 

দেশি ক্রিকেটারদের মাঝে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সৌম্য সরকার, আজিজুল হক তামিম, সাইফ হাসান, রাকিবুল হাসান, ইরফান শুক্কুরা। রংপুরের প্রধান কোচ হিসেবে মিকি আর্থার ও ব্যাটিং কোচ হিসেবে দেখা যাবে মোহাম্মদ আশরাফুলকে।

আরো পড়ুন: মোহাম্মদ গাজানফার