
সাদমানের ‘প্রথম’ সেঞ্চুরিতে জিতল ঢাকা মেট্রো
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সঙ্গে নামটা জুড়ে গেছে সাদমান ইসলামের। গায়ে টেস্ট ব্যাটারের তকমা সেঁটে গেলেও টি-টোয়েন্টিতে চমক দেখালেন বাঁহাতি এই ওপেনার। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে পেয়েছেন ২০ ওভারের ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সাদমানের সেঞ্চুরির সঙ্গে মাহফিজুল ইসলাম রবিনের হাফ সেঞ্চুরি। তাদের দুজনের ১৭৭ রানের উদ্বোধনী জুটিতেই ১৯৭ রানের পুঁজি পেয়েছে ঢাকা মেট্রো।