এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন সাব্বির

ঘরোয়া
এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন সাব্বির
সাব্বির রহমানের ফেসবুক পেজ থেকে নেয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম আসরে রাজশাহী বিভাগের স্কোয়াডে ছিলেন সাব্বির রহমান। তবে বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টে না খেলে ওই সময় লঙ্কা টি-টেন খেলতে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি। তবে এনসিএল টি-টোয়েন্টির আগামী মৌসুমে রাজশাহীর জার্সিতে দেখা যাবে তাকে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন সাব্বির নিজেই।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় ২০২২ সালে জাতীয় দলে ফিরেছিলেন সাব্বির। তবে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে হওয়া ত্রিদেশীয় খেলে বাদ পড়েন তিনি। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে ফেরার সুযোগ থাকলেও ২০২৪ সালের ডিসেম্বরে সিলেটে হওয়া এনসিএল টি-টোয়েন্টি খেলেননি তিনি। রাজশাহী বিভাগের মূল স্কোয়াডে থাকলেও সেই সময় তিনি লঙ্কা টি-টেন খেলেছেন।

যদিও হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে প্রত্যাশা মেটাতে পারেননি ডানহাতি এই ব্যাটার। এনসিএল টি-টোয়েন্টির সবশেষ আসলে ম্যাচ না খেললেও পরবর্তী নিয়মিতই ঘরোয়া ক্রিকেট খেলছেন তিনি। বিপিএলের গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ৯ ম্যাচে ১৮৯ রান করেছিলেন। যেখানে একটি ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। ডিপিএলের গত আসরে খেলেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে।

এক হাফ সেঞ্চুরিতে ১২ ম্যাচে ২১৯ রান করেছিলেন সাব্বির। এ ছাড়া দলটির অধিনায়কত্বেও ছিলেন তিনি। বিপিএল ও ডিপিএলের পর এবার এনসিএল টি-টোয়েন্টিতেও খেলার অপেক্ষায় আছেন ডানহাতি এই ব্যাটার। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা না করলেও সাব্বির নিশ্চিত করেছেন তিনি রাজশাহী বিভাগের মূল স্কোয়াডে আছেন।

এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিকে সাব্বির বলেন, ‘হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টিতে এবার আমি খেলব। গত মৌসুমেও স্কোয়াডে ছিলাম কিন্তু লঙ্কা টি-টেন খেলার কারণে খেলতে পারিনি। যেহেতু স্কোয়াডে আছি আশা করি নিজের সেরাটা দিতে পারব এবং রাজশাহীকে চ্যাম্পিয়ন করতে পারব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন আছে এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরে সুযোগ না পেয়েই লঙ্কা টি-টেন খেলতে গিয়েছিলেন সাব্বির। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন মারকুটে এই ব্যাটার। নিজের অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, ‘সবাইকে ,আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন| সামাজিক মাধ্যমের কিছু পেইজ ও গ্রুপে গত বছর আমার এনসিএল টি-টোয়েন্টি না খেলা নিয়ে বিভ্রান্তি ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।’

‘আমি বিষয়টি স্পষ্ট করে ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই, গত বছরের এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহী বিভাগের মূল স্কোয়াডে আমাকে রাখা হয়েছিল। তবে একই সময়ে লঙ্কা টি-টেন লিগে খেলার সুযোগ হওয়ায় আমি শ্রীলঙ্কার সেই লিগকে বেছে নিয়েছিলাম। তাই এনসিএল খেলা হয়নি। দয়া করে কোনো ভুল তথ্যে কেউ বিভ্রান্ত হবেন না। আমার অনুরাগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনাদের অফুরান সমর্থনে আমি আপ্লুত।’

আগামী ১৪ কিংবা ১৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এনসিএল টি-টোয়েন্টির আগামী মৌসুম। প্রথমবার শুধু সিলেটে হলেও এবারের ৮ দলের পুরো টুর্নামেন্ট হবে রাজশাহী, বগুড়া ও সিলেট। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর বিসিবিতে ফিটনেস টেস্ট দেবেন। যারা ফিটনেস টেস্টে উতরে যেতে পারবেন না তারা এনসিএল টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না।

আরো পড়ুন: সাব্বির রহমান