২০২৭ বিশ্বকাপেও খেলবেন রোহিত, বিশ্বাস পন্টিংয়ের

ছবি: রিকি পন্টিং ও রোহিত শর্মা

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দেবেন এই ওপেনার। রোহিত এখনও ভারতের অন্যতম সেরা ক্রিকেটার। এ ছাড়া ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও পোড়াচ্ছে রোহিতকে। সেটাই পুষিয়ে নিতে চাইবেন রোহিত।
ক্রিকেটারদের বলেছি আমরা এখনও কিছু অর্জন করিনি: পন্টিং
২৭ মে ২৫
সম্প্রতি আইসিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পন্টিং বলেন, ‘এই পর্যায়ে এসে সবাই আপনার অবসর নেওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু আপনি যদি এখনো সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকেন, তাহলে অবসরের দরকার কী?'

'আমার মনে হয়, রোহিতের মাথায় ২০২৩ বিশ্বকাপ ফাইনালের হার এখনো ঘুরছে। তিনি চাইবেন আরেকবার সুযোগ নিতে, আইসিসি হোয়াইট-বল ট্রেবল (ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) সম্পন্ন করতে।'
আরো পড়ুনবাবরের পছন্দের সেরা একাদশে রোহিত-সূর্যকুমার, নেই কোহলি
১৭ মে ২৫![]()
রোহিত অবশ্য এখনই ২০২৭ বিশ্বকাপকে লক্ষ্য রেখে এগোতে চান না। তিনি ধাপে ধাপে এগিয়ে যেতে যান। ক্রিকেট এখনও উপভোগ করছেন বলে জানিয়েছেন এই ভারতীয় ব্যাটার। এমনকি দলকে নেতৃত্ব দিতেও স্বাচ্ছন্দ্য পাচ্ছেন। তাই এখনই ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান না ভারতীয় অধিনায়ক রোহিত।
সম্প্রতি জিওহটস্টারে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলেছেন, ‘আমি বর্তমানে এক ধাপ করে এগোতে চাই। ভবিষ্যৎ নিয়ে এখনই বেশি ভাবতে চাই না। এটা বলা ঠিক হবে না যে আমি খেলব বা খেলব না। আমি আমার ক্রিকেট উপভোগ করছি, দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি।'