promotional_ad

৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার সঙ্গে কোহলির উচ্ছ্বাস, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে ভারত। রোহিত শর্মা আইসিসি সভাপতি জয় শাহর কাছ থেকে শিরোপা নিয়ে। তুলে দিলেন কুলদীপ যাদবের হাতে। সেই হাত বদলে শ্রেয়াস আইয়ার হয়ে হার্শিত রানার হাতে গেল শিরোপা। এই তরুণরাই আগামী কয়েক বছর ভারতীয় দলের প্রাণভোমরা হবেন সেটা বলে দেয়াই যায়।

promotional_ad

অনেকেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে দেখছিলেন রোহিত শর্মা-বিরাট কোহলিদের শেষ আইসিসি ওয়ানডে টুর্নামেন্ট হিসেবে। তবে তাদের শেষের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে টুর্নামেন্ট জিতে ভারতীয় ব্যাটার কোহলি জানিয়েছেন তাদের দলে অনেক প্রতিভা রয়েছে। তাই ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত তিনি।


আরো পড়ুন

কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়

১৩ এপ্রিল ২৫
হাফ সেঞ্চিরির পথে কোহলির একটি শট, আইপিএল

এ প্রসঙ্গে কোহলি বলেন, 'ড্রেসিংরুমে প্রচুর প্রতিভা রয়েছে। তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা খালি ওদের পথ দেখিয়ে দিচ্ছি। আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি। তাদের জন্যই এই দলকে এত শক্তিশালী দেখাচ্ছে।'


promotional_ad

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়েছেন কোহলি। সবার কৃতিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, 'কঠিন পরিস্থিতিতে সকলে মিলে ম্যাচ জিততে হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেটাই দেখিয়েছি। প্রত্যেকে নিজের কাজ করেছে। দলের জয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। আমরা অনুশীলনে পরিশ্রম করেছি। সেটা ম্যাচে দেখা গিয়েছে।'


আরো পড়ুন

নিউজিল্যান্ডের সাদা বলের দায়িত্ব ছাড়লেন স্টেড

৮ এপ্রিল ২৫
নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড

ভারতীয় দলের তরুণদের প্রতি পূর্ণ আস্থা আছে কোহলির। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের বিশ্বাস আগামী ৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসনের জন্য ভারতীয় দলের ক্রিকেটাররা তৈরি আছেন। এমনকি বিদায় নেয়া নিয়েও পূর্বাভাস দিয়েছেন কোহলি। দলকে ভালো অবস্থানে রেখেই ক্রিকেট ছাড়ার লক্ষ্য তার।


ভবিষ্যৎ নিয়ে কোহলি বলেন, 'যখন আপনি ছাড়তে চান, আপনি চেষ্টা করেন দলকে ভাল জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে। দলের ভবিষ্যৎ ভাল হাতে রয়েছে। আমাদের যা দল তাতে আগামী ৮ থেকে ১০ বছর ক্রিকেট শাসন করার জন্য আমরা তৈরি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball