promotional_ad

ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। এ কারণে ভারত ছাড়া বাকি দলগুলোকে দুবাই ও পাকিস্তানে টানা ভ্রমণের ঝক্কি পোহাতে হয়েছে। তবে এই অভিজ্ঞতা নিয়ে বিতর্কে জড়াতে চান না নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

promotional_ad

এরই মধ্যে তারা সাউথ আফ্রিকাকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছে। লাহোরে দ্বিতীয় সেমি ফাইনাল শেষ করে তাদের দুবাইয়ে উড়াল দিতে হচ্ছে। উইলিয়ামসন জানিয়েছেন তাদের এখন লক্ষ্য শিরোপা জয়।


আরো পড়ুন

ওয়ানডে বিশ্বকাপ তো ওয়ানডে বিশ্বকাপ, এটাও কম নয়: রোহিত

৬ ঘন্টা আগে
শিরোপার সঙ্গে রোহিত শর্মা, ফাইল ফটো

ভারতের বাড়তি সুবিধার বিষয়টি এড়িয়ে গিয়ে উইলিয়ামসন বলেছেন, 'যা আছে, তা নিয়েই এগোতে হবে। আমরা এই বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না। আমাদের মূল লক্ষ্য ক্রিকেটে মনোযোগ দেওয়া। অবশ্যই, প্রতিপক্ষকে বিবেচনায় নিতে হবে, কিন্তু আমাদের চূড়ান্ত লক্ষ্য স্মার্ট ক্রিকেট খেলা।'



promotional_ad

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে এই ভারতের বিপক্ষেই দুবাইতে খেলেছে নিউজিল্যান্ড। সেই ম্যাচে ৪৪ রানে হেরেছিল মিচেল স্যান্টনারের দল। পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব হলেও দুবাইয়ের উইকেট স্পিন বান্ধব।


আরো পড়ুন

৮-১০ বছর বিশ্ব ক্রিকেট শাসন করার মতো দল আছে আমাদের: কোহলি

১৬ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মার সঙ্গে কোহলির উচ্ছ্বাস, আইসিসি

ফাইনাল নিয়ে ভাবনার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, ‘আমরা একবার সেখানে খেলেছি, কন্ডিশন ভিন্ন। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইতিবাচক দিকগুলো মাথায় রাখতে হবে এবং ফাইনালে কিভাবে খেলব সে সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।’



২০০০ সালে কেনিয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। সেবার ভারতকে উড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল কিউইরা। এবার আরেকটি ফাইনালের ঘরে তোলার অপেক্ষায় থাকবে নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball