promotional_ad

পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল

লোকেশ রাহুল ও ঋষভ পান্ত, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকলেও এখনও কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি ঋষভ পান্ত। ভারতীয় দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে এখন প্রথম পছন্দ লোকেশ রাহুল। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে রাহুলকে বসিয়ে পান্তকে খেলানোর কথা ভাবছে ভারত দলের টিম ম্যানেজমেন্ট।

promotional_ad

এমনকি পান্তের মতো ক্রিকেটার বাইরে বসে থাকাও রাহুলের জন্য চাপের। সেই কথা অস্বীকার করেননি রাহুল। তিনি আশাবাদী দল তাকে যে দায়িত্ব দিয়েছে সেটা তিনি পালন করতে পারছেন। তবে পান্তের সঙ্গে কোনো লড়াইয়ে যেতে চান না বলেও জানিয়েছেন রাহুল।


আরো পড়ুন

এই মুহূর্তে রাহুলকে ভারতের এক নম্বর কিপার বলছেন গম্ভীর

১৩ ফেব্রুয়ারি ২৫
কোচ গৌতম গম্ভীরের (বামে) সঙ্গে লোকেশ রাহুল (ডানে), ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রাহুল বলেছেন, 'মিথ্যে বলব না, এটা ঠিক যে ঋষভের মতো কেউ দলে থাকা মানে সেটা চাপেরই। তবে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমি সেটাই পালন করছি। আমি তার সঙ্গে কোনও লড়াইয়ে যেতে চাই না। বা তার মতো খেলতেও চাই না। আমি নিশ্চিত যখন সে সুযোগ পাবে, একই কথা বলবে।'



promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভারতের একাদশে দেখা যেতে একাধিক পরিবর্তন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। এমনকি এই ম্যাচে ভারত একাদশে বাইরে রাখতে পারে মোহাম্মদ শামিকেও। তবে রাহুল নিশ্চিত করেছেন এই দুজনের ফিটনেস নিয়ে কোনো দুশ্চিন্তা নেই।


আরো পড়ুন

লক্ষ্ণৌয়ের নতুন অধিনায়ক পান্ত

২০ জানুয়ারি ২৫
অধিনায়ক হিসেবে ঋষভ পান্তকে বেছে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

তিনি বলেন, 'যত দূর আমি জানি, কারো ফিটনেস নিয়ে সমস্যা নেই। সব ঠিকঠাক আছে। আজ অনুশীলনের পর আরো ভাল জানতে পারব। সবাই জিম, অনুশীলন করছে। দলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার নেই। তবে এ ধরনের ম্যাচে কিছু বদলের চিন্তাভাবনা থাকেই। যারা খেলেনি তাদের একটা সুযোগ দেওয়ার চিন্তা থাকে। আমি জানি না সেটা রবিবারের ম্যাচে হবে কি না।'



রাহুল আরও যোগ করেছেন, 'সেমিফাইনালের আগে মাত্র এক দিন রয়েছে। আমরা ইতোমধ্যেই ছয় দিন বিশ্রাম পেয়েছি। নিশ্চিত ভাবেই সেমিফাইনালে যাতে সবাইকে পাওয়া যায় সেই চেষ্টা থাকে। তবে নিউজিল্যান্ড ম্যাচে কোনো বদল দেখা যাবে কি না তা এখনো জানি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball