মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি
মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছে। সেই ম্যাচে খেলেননি অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে তাকে একাদশে না দেখে অনেকেই অবাক হয়েছিলেন।

পরে জানা যায় পেশির চোটের কারণে একাদশে জায়গা হয়নি তার। ভারতের বিপক্ষে মাহমুদউল্লাহ খেললে একাদশে জায়গা হারাতেন জাকের আলী বা তাওহীদ হৃদয়ের মধ্যে কেউ একজন। তবে মাহমুদউল্লাহর ইনজুরির কারণে দুজনই খেলার সুযোগ পান।

ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর এই দুজনই বাংলাদেশের হাল ধরেন। ষষ্ঠ উইকেটে জাকের ও হৃদয় মিলে গড়েন রেকর্ড ১৫৪ রানের জুটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই যা ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

এমন পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডের বিপক্ষে এই দুজনের মধ্যে কাউকেই বাদ দেয়ার সুযোগ নেই। ফলে ভাবা হচ্ছে মাহমুদউল্লাহ কিউইদের বিপক্ষে ফিরলে কে বাদ পড়তে পারেন। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন তারা মাহমুদউল্লাহ ফিটনেস দেখে সিদ্ধান্ত নেবেন।

তিনি বলেছেন, ‘আমরা ভিন্ন ভিন্ন অনেক বিষয়ই চিন্তা করছি। আাগে দেখব, রিয়াদ ফিট কিনা। উইকেট দেখব। এরপর দলে ভারসাম্য আনার চেষ্টা করবো। আজকের অনুশীলন শেষে এ সম্পর্কে ধারণা পাবো। সন্ধ্যায় আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নেব।’

ভারতের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ড ম্যাচটি বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ হিসেবে গণ্য করা হচ্ছে। এই ম্যাচে হারলেই বাংলাদেশের সেমি ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে। তাই এমন ম্যাচে বাংলাদেশ যেভাবেই হোক সেরা একাদশ নিয়ে খেলতে নামতে চাইবে। সেক্ষেত্রে একাদশ সাজাতে কঠোর সিদ্ধান্তও নিতে পারে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: মাহমুদউল্লাহ রিয়াদ