উচ্ছ্বসিত মাশরাফী

ছবি:

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে মাশরাফী বিন মর্তোজার রংপুর রাইডার্স। রবিবার খুলনা টাইটান্সকে ১৯ রানে হারিয়ে প্লে-অফের টিকিট পায় দলটি।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও উইকেট রক্ষক মিথুন আলীর অর্ধশতকের উপর ভর করে স্কোরবোর্ড ১৪৭ রানের লড়াকু পুঁজি পায় মাশরাফী বাহিনী।
মাশরাফীদের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১২৮ রানেই থামে খুলনার ইনিংস। ১৯ রানের জয় তুলে নেয়ার পাশাপাশি প্লে-অফে যাওয়ার আনন্দে ভাসে রংপুর শিবির।

এদিকে ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এসে রংপুরের দলপতি মাশরাফী জানালেন, মিথুনের ফিফটির কারণের স্কোরবোর্ডে লড়াকু পুঁজি পেয়েছেন তারা। ব্যাট হাতে সুন্দর ইনিংস খেলার জন্য উইকেট রক্ষক মিথুনকে প্রশংসায় ভাসান এই কাপ্তান। তিনি বলেন,
'আর্চারের উইকেট তুলে নেয়ার পরই আমরা বুঝে গিয়েছিলাম যে ম্যাচ আমাদের হাতে চলে এসেছে। মিথুন খুব ভালো করেছে। ওর কারণেই আমরা স্কোরবোর্ডে লড়াকু পুঁজি পেয়েছি।'
এদিন তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিলো রংপুর। আর দলপতি মাশরাফী জানালেন উইকেটের কথা ভেবেই তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিল তার দল। তিনি আরও বলেন,
'ম্যাচে স্পিনাররা দারুণ ভুমিকা রেখেছে। উইকেটের কথা ভেবেই আমরা তিনজন স্পিনার নিয়ে মাঠে নেমেছিলাম। সফলও হয়েছি তাতে। মূল লক্ষ্য ছিল শেষ চার নিশ্চিত করার। আর আমরা সেটা করতে পেড়েছি।'