২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বোর্ডের দায়িত্বে আসেন ফারুক আহমেদ। তবে নানা সমালোচনার পর ৯ মাসেই তাকে বিসিবি থেকে সরিয়ে দেয়া হয়। এরপর বিসিবির সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর নির্বাচনের মাধ্যমে আবারও বিসিবি সভাপতি নির্বাচিত হন বুলবুল।
তার দিকেই আঙুল তুলে দিপন বলেন, ‘একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ ছয় মাসে। অনেকের ধারণার বাইরে ছিলো। বোর্ডে না ঢুকলে বিশ্বাস হতো না এরা এত দুর্নীতি করে।’
অবশ্য দিপনের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিসিবির সভাপতি বুলবুল। গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে তিনি জানিয়েছেন এটি তার ব্যক্তিগত মতামত। এমনকী দুর্নীতির বিষয়ে কোনো অডিটও হয়নি বলে জানিয়েছেন বিসিবির এই শীর্ষ কর্তা।
তিনি বলেন, 'এটা তো তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে এটা তার ব্যক্তিগত মতামত এবং এই ধরনের কোনো অডিট বা এই ধরনের কোনো কাজ আমরা করছি না।'
বিসিবিতে গত ১৫ বছরে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। এর মধ্যে ঘরোয়া লিগে ১ ওভারে ৯০ রান দেয়ার ঘটনাটিকে উল্লেখ্য করেছেন তিনি। এদিকে কদিন আগেই ঢাকার অদূরে নির্মিত হতে যাওয়া পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি নিয়েও প্রশ্ন তুলেছেন। জানিয়েছেন এগুলোর তদন্ত চলছে।
বুলবুল বললেন, 'একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর। যেখানে এক ওভারে ৯০ রানও দেয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে বাট ওই যে কথাটা (অভিযোগ) ওটা আমি মেনে নিচ্ছি না এবং তার এটা ব্যক্তিগত মত।'