লিটনকে দ্রুত আউট করতে চায় আয়ারল্যান্ড, মুস্তাফিজের জন্যও প্রস্তুত তারা

বাংলাদেশ
লিটনকে দ্রুত আউট করতে চায় আয়ারল্যান্ড, মুস্তাফিজের জন্যও প্রস্তুত তারা
পল স্টার্লিং ও লিটন দাস, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে পঞ্চম দিয়ে নিয়ে গেছে তারা। যা আয়ারল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে দুই দল।

ফরম্যাটি টি-টোয়েন্টি বলেই দুই দলকে সমানে সমান ধরতে পারেন অনেকেই। সিরিজ শুরুর আগে লড়াইয়ের বার্তা দিয়েছেন আয়ারল্যান্ড দলের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। তিনি জানিয়েছেন এই সিরিজে আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশকে চাপে ফেলতে চান তারা। বোলিং ইউনিট হিসেবে প্রতি ম্যাচেই বাংলাদেশকে অল আউটের লক্ষ্য তাদের।

এ প্রসঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, 'ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা এই সিরিজে ৩০টি উইকেট নিতে চাই। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই... আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারব।'

বাংলাদেশ দলের ব্যাটিং ইউনিটের মেরুদণ্ড ধরা হয় লিটন দাসকে। তাকে দ্রুত আউট করলেই বাংলাদেশকে চাপে ফেলা যাবে বলে ম মনে করেন আয়ারল্যান্ড দলের অভিজ্ঞ ব্যাটার হ্যারি টেক্টর। তিনি মনে করেন যেকোনো মুহূর্তে ম্যাচ কেড়ে নেয়ার সামর্থ্য আছে বাংলাদেশ অধিনায়কের।

তিনি বলেন, 'আমার মনে হয় লিটন একজন চমৎকার খেলোয়াড়। যেকোনো ফরম্যাটে সে খুব প্রতিভাবান এবং খেলাটা আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলব, তাকেই আমরা তিন ম্যাচে দ্রুত আউট করতে চাইব।'

মুস্তাফিজকে মোকেবেলার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়ে টেক্টর আরও বলেন, 'মুস্তাফিজুর একজন চমৎকার টি-টোয়েন্টি বোলার, দীর্ঘদিন ধরে সে ভালো করছে। তবে আমরা আগেও তাদের অনেক বোলারের মুখোমুখি হয়েছি। আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে খেলার সুবাদে আমরা একে অপরের শক্তি সম্পর্কে জানি। তাই মূল বিষয় হলো ম্যাচের দিন নিজেদের সেরাটা দেয়া এবং তাদের মোকাবিলার জন্য প্রস্তুত থাকা।'

আরো পড়ুন: বাংলাদেশ