চার ভাই-বোনের সবাই ক্রিকেটার টেক্টর পরিবারের
এক পরিবার থেকে উঠে আসা একাধিক ক্রিকেটারের গল্প প্রায়ই শোনা যায়। আয়ারল্যান্ড দলেও এক সঙ্গে খেলতে দেখা গেছে দুই ভাইকে। কেভিন ও'ব্রায়েন ও নেইল ও'ব্রায়েন আইরিশ ক্রিকেট রূপকথার অংশ। এবার আয়ারল্যান্ডের ক্রিকেটে দেখা যাচ্ছে আরও দুই ভাইকে। তারা টেক্টর পরিবারের।