আফগানিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ

বাংলাদেশ
রিপন-রাকিবুলের তান্ডবে আফগানিস্তান অল আউট ৭৮ রানে
বাংলাদেশ দলের উচ্ছ্বাস, এসিবি মিডিয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে উড়িয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে আকবর আলীরা উড়িয়ে দিয়েছে আফগানিস্তানকে। আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। রিপন মন্ডল আফগানদের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। এরপর রাকিবুল হাসান এসে ধসিয়ে দেন আফগানিস্তানের মিডল অর্ডার। আর তাতেই আফগানরা অল আউট হয়ে যায় ৭৮ রানে।

জবাবে খেলতে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান হাবিবুর রহমান সোহান আউট হয়েছেন মাত্র ১০ রান করে। একই রানে আউট হয়েছেন আরেক ওপেনার জিসান আলমও। এরপর অবশ্য বাংলাদেশকে আর বেগ পেতে হয়নি জয় পেতে। জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। জাওয়াদ ২৪ ও অঙ্কন ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত।

এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি রিপন মন্ডল। মাত্র ১৬ রানের মধ্যে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নেন এই পেসার। দলীয় ৪ রানে ইমরান মীরকে হারায় আফগানিস্তান। রিপনের বলে শর্ট ফাইন লেগে রাকিবুল হাসানের ক্যাচ দেন তিনি। এরপর তৃতীয় ওভারে এসে জোড়া উইকেট তুলে নেন রিপন।

দ্বিতীয় বলে সেদিকউল্লাহ অতলের উইকেট তুলে নেন রিপন। ৮ রান করে আউট হন এই টপ অর্ডার ব্যাটার। এরপর নূর উল রহমানকেও ফেরান তিনি। স্কয়ার লেগে ১ রান করা এই ব্যাটার ক্যাচ দেন হাবিবুর রহমান সোহানের হাতে। এরপর দলীয় পঞ্চাশের আগে আরও দুই উইকেট হারায় আফগানরা। দুটি উইকেটই পান মেহরব হোসেন। ইজাজ আহমেদকে তিনি ফেরান মাত্র ১২ রানে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

নাঙ্গোলিয়া খারোটে আউট হয়েছেন এক্সট্রা কাভারে সোহানকে ক্যাচ দিয়ে। এরপর দারুণ এক জুটি বেধে আফগানিস্তানের ইনিংস এগিয়ে নেন দারউইশ রাসুলী ও ফরমানউল্লাহ সাফি। তাদেরকে বেশ কয়েকবার জীবন দেন বাংলাদেশের ফিল্ডাররা। রাকিবুল এরপর আফগানিস্তানের এই জুটিকে বেশিদূর এগোতে দেননি। ৬ রান করা সাফিকে বোল্ড করে ২৭ রানের এই জুটি ভাঙেন বাংলাদেশের এই স্পিনার।

এরপর ২৭ রান করা রাসুলীকে বোল্ড করে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। কাইস আহমেদও রাকিবুলের বলে বোল্ড হয়ে যান। রাকিবুল ফিরিয়েছেন আব্দুল্লাহ আহমদজাইকেও। তিনি রানের খাতাই খুলতে পারেননি। টপ এজ হয়ে এক্সট্রা কাভারে তিনি ক্যাচ দেন জাওয়াদ আবরারকে। এরপর কাইস ১১ রান করে রান আউট হলে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে যায় ৭৮ রানে।

আরো পড়ুন: এশিয়া কাপ রাইজিং স্টার্স