এরই মধ্যে সাইফ হাসান ও তাসকিন আহমেদকে দলে ভিড়িয়ে বড় চমক দিয়েছে ঢাকার ফ্যাঞ্চাইজিটি। পিছিয়ে নেই বিপিএলের একবারের শিরোপা জয়ী দল রংপুর রাইডার্সও।
দলটি নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টা করছে ড্রাফটের আগেই। নিজেদের পেস বোলিং আক্রমণ গোছাতে তারা আলোচনা চালাচ্ছে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের সঙ্গে।
এই পেসার বিপিএলের গত আসরে খেলেছিলেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। সেই আসরে ১২ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজ। ঢাকার দলীয় পারফরম্যান্স ভালো হলে মুস্তাফিজের উইকেট সংখ্যা আরও বাড়তে পারত।
আর চলতি বছর বাংলাদেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে আছেন মুস্তাফিজ। তাই এই ইনফর্ম বোলারকে পেতে ড্রাফটের আগেই কাড়াকাড়ি লেগেছে। তবে এই জায়গায় অনেকটাই এগিয়ে আছে রংপুর।
এ ছাড়া দলটির ডাগ আউটে এবারও দেখা যাবে মিকি আর্থারকে। গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে বিপিএলের গত কয়েক আসরে দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছেন আর্থার। এবারও তিনি থাকছেন দলটির সঙ্গে এই বিষয়টি নিশ্চিত করেছে দলটির একটি সূত্র।