টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে পরিবর্তন

বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে পরিবর্তন
খ্যারি পিয়েরে, উইন্ডিজ ক্রিকেটের টুইটার থেকে
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কাঁধের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি শামার জোসেফের। একই চোটে টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না ডানহাতি এই পেসারের। শামারের পরিবর্তে কোনো পেসারকে স্কোয়াডে যুক্ত না করে স্পিনার খ্যারি পিয়েরেকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

চোটের কারণে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলতে পারেননি শামার । বাংলাদেশ সফরে আসতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় ছিল। তবুও স্কোয়াডে ছিলেন এবং বাংলাদেশ সফরেও এসেছিলেন ডানহাতি এই পেসার। যদিও ম্যাচ না খেলেই বাংলাদেশ ছাড়তে হয়েছে তাকে।

পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ইংল্যান্ডে গেছেন শামার। ঢাকা থেকেই ইংল্যান্ডের বিমান ধরেন ডানহাতি এই পেসার। যার ফলে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারলেন না তিনি। শামারের বদলি হিসেবে ইতোমধ্যে দলে যোগ দিয়েছেন পিয়েরে।

টি-টোয়েন্টি দলে না থাকলেও ওয়ানডেতে ছিলেন বাঁহাতি এই স্পিনার। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটা ম্যাচেই খেলেছেন তিনি। প্রথম ম্যাচে এক উইকেট পিয়েরে অবশ্য পরের দুই ম্যাচেই ছিলেন উইকেটশূন্য। ঢাকার মতো চট্টগ্রামের উইকেট স্পিন নির্ভর না হলেও তাকে দেশে না পাঠিয়ে স্কোয়াডে যুক্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২৯ ও ৩১ অক্টোবর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজটি খেলতে ২৪ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক),অ্যালিক আথানেজ, আকিম ওগিস, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়েরে, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, রেমন সিমন্ডস।

আরো পড়ুন: বাংলাদেশ