টেস্ট অধিনায়কের জন্য ৩-৪ জনের সাথে কথা বলবে বিসিবি

বাংলাদেশ
টেস্ট অধিনায়কের জন্য ৩-৪ জনের সাথে কথা বলবে বিসিবি
আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে পরাজয়ের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নভেম্বর-ডিসেম্বরের আগে কোনো টেস্ট ম্যাচ না থাকায় এখনো পর্যন্ত নতুন অধিনায়ক চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থাকায় আগামী কয়েকদিনের মধ্যে নতুন টেস্ট অধিনায়ক ঠিক করবে তারা। টেস্ট অধিনায়ক নির্বাচন করতে ৩-৪ জনের সাথে কথা বলবে বিসিবি।

একটা সময় তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্ত। তবে টি-টোয়েন্টিতে ব্যাটার হিসেবে ছন্দ হারিয়ে ফেলায় অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে লিটন দাসকে দায়িত্ব দেয় বাংলাদেশ। ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক হিসেবে গত জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাঁহাতি ব্যাটারের। তবে লঙ্কা দ্বীপের বিমান ধরার আগে ওয়ানডে থেকে তাকে সরিয়ে দেয় বিসিবি।

নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয় মেহেদী হাসান মিরাজকে। মূলত তিন ফরম্যাটে তিন অধিনায়কের ভাবনায় শান্তকে সরিয়ে দেয় বিসিবি। তাদের এমন চিন্তা মনে ধরেনি তাঁর। যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিলেও দায়িত্ব ছাড়েন কলম্বো টেস্টের পরই। অনেকটা ‘অভিমান’ থেকেই এমন সিদ্ধান্ত নেন শান্তও।

যদিও বাংলাদেশের সাবেক অধিনায়ক তখন জানান, দলের স্বার্থেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। টি-টোয়েন্টিতে লিটন এবং ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। এমন অবস্থায় টেস্ট অধিনায়ক হিসেবে আবারও শান্ত বেছে নিতে চায় বিসিবি। গুঞ্জন আছে আমিনুল ইসলাম বুলবুল সেই প্রস্তাব দিয়েছেন বাঁহাতি এই ব্যাটারকে। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমার সঙ্গে (নাজমুলের) এ বিষয়ে কথা হয়নি।’

সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স, নির্বাচক এবং কোচরা কথা বলবেন। বুলবুল বলেন, ‘আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে, কয়েকজনের সঙ্গে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স কথা বলবে, নির্বাচকেরা কথা বলবে, কোচিং স্টাফের শীর্ষ সদস্য যারা আছেন তারা কথা বলবে। কথা বলে যে অধিনায়ক তারা মনে করবে মানানসই, সেই অধিনায়কেরও তা (নেতৃত্ব) গ্রহণ করতে হবে। তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হবে।’

শান্তর পাশাপাশি পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে ভালোভাবেই আছেন লিটন ও মিরাজ। কিছুদিন আগে বিসিবির ভাবনায় ছিল তিন ফরম্যাটে তিন অধিনায়ক। যদিও বুলবুল ইঙ্গিত দিয়েছেন, আলোচনার নির্ভর করে এমনও হতে পারে কারও কাছে দুই ফরম্যাটের দায়িত্ব যেতে পারে। এমনটা হলে টেস্ট অধিনায়কের দৌড়ে মিরাজের চেয়ে এগিয়ে যেতে পারেন লিটন। তবে ৩-৪ জনের সাথে কথা বলে অধিনায়ক ঠিক করতে চায় বিসিবি।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমরা ৩-৪ জনের সাথেই কথা বলব। তারপর নির্ভর করবে সম্ভাব্য অধিনায়কের ইচ্ছা এবং তাঁর যে ক্যালিবারগুলো আছে সেটা একটা বেঞ্চমার্ক যদি মিট করে অবশ্যই আমরা খুব দ্রুত জানিয়ে দিব কে হচ্ছে পরবর্তী টেস্ট অধিনায়ক।’

আরো পড়ুন: আমিনুল ইসলাম বুলবুল