
রংপুর রাইডার্সকে মন থেকে সরিয়ে দিতে পারব না: শানিয়ান তানিম
বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-২ থেকে ক্লাব ক্রিকেট থেকে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন শানিয়ান তানিম। রংপুর রাইডার্সের কল্যাণে এই ক্রিকেট সংগঠক ক্রিকেট অঙ্গনে বেশ পরিচিত। তিনি রংপ্রু রাইডার্সের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি বিসিবিতে বড় দায়িত্ব পালন করতে চলেছেন।