বিসিবির নির্বাচন বর্জন করলেন দেবব্রত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের বিতর্ক যেন শেষই হচ্ছে না। নির্বাচন শুরুর কয়েকদিন আগেই সরকারি হস্তক্ষেপের অভিযোগ এনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তামিম ইকবালসহ ১৬ জন প্রার্থী। পরবর্তীতে মনোনয়ন প্রত্যাহার করেছেন আরও কয়েকজন। সবমিলিয়ে ২১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।