নাসুমকে খেলানো দারুণ সিদ্ধান্ত, ২ স্পিনারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে: জাফর

বাংলাদেশ
নাসুমকে খেলানো দারুণ সিদ্ধান্ত, ২ স্পিনারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে: জাফর
রিশাদের উইকেট, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপে গ্রুপ পর্বে বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটা ছিলো লিটন দাসের জন্য বাঁচা মরার ম্যাচ। জিতলে সম্ভাবনা থাকবে সুপার ফোরের, হারলে নিশ্চিত টুর্নামেন্ট থেকে বাদ পরা। আর এমন একটি ম্যাচেই অধিনায়ক লিটন দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। স্টাম্পের পেছনে থেকে সময়ে সময়ে নিয়েছেন কঠিন সব সিদ্ধান্ত। যথা সময়ে বল করিয়েছেন নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের।

ম্যাচ শুরুর আগে থেকেই লিটন ছিলেন আগ্রাসী। যেন মনে হচ্ছিলো, যে করেই হোক, এই ম্যাচ জেতা চাই তার। নিয়েছেন বেশ কিছু কঠিন সিদ্ধান্ত। একাদশে এনেছেন চার পরিবর্তন। টসে জিতেও আগে নিয়েছেন ব্যাটিং। আর এমন দারুণ সব সিদ্ধান্ত নেয়ায় লিটন ভাসছেন সবার প্রশংসায়।

শুধু যে বাংলাদেশি দর্শকদের প্রশংসায় ভেসেছেন টাইগার অধিনায়ক, এমনটা নয়, লিটনের অধিনায়কত্ব নিয়ে প্রশংসা করেছেন ভারতের সাবেক টপ অর্ডার ব্যাটার এবং ক্রিকেট বিশ্লেষক ওয়াসিম জাফর। একাদশে নাসুমকে আনা এবং তাসকিনদের বোলিং এর প্রশংসা ঝরেছে সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মুখ থেকে।

'নাসুম আহমেদকে খেলানোটা দারুণ সিদ্ধান্ত ছিল। সেটার পুরস্কারও পেয়েছে। পাওয়ার প্লেতে সে কী দারুণ বোলিং করেছেন। সে খুব বেশি বৈচিত্র্যময় বোলিং করেনি, শুধু স্টাম্প টু স্টাম্প বোলিং করার চেষ্টা করেছে। ওমরজাইয়ের উইকেট পার্থক্য গড়ে দিয়েছে। ছক্কা মারার পর তাসকিন দারুণ একটা স্লোয়ার ডেলিভারি করেছে।'

তবে শুধু প্রশংসাও নয়, ধরেছেন লিটনের বেশ কিছু ভুলও। বিশেষ করে, এক জন বোলার কম খেলানোয় টাইগার অধিনায়ককে শুনতে হয়েছে সমালোচনা।

'বাংলাদেশের জন্য পঞ্চম বোলার একটা মাথা ব্যথার কারণ। তারা যদি কোয়ালিফাই করেও নাসুম সবসময় আপনাকে এমন শুরু এনে দেবে না। এরকম হলে ডেথ বোলারদের উপর অনেক চাপ পড়ে। তাসকিন ডেথের জন্য খুব ভালো বোলার, এমনটা কিন্তু নয়। সবসময়ই মুস্তাফিজের উপর একটা বাড়তি চাপ থাকে। তারা কিছু জিনিস ভুল করেছে। তবে আপনার শেষটা ভালো হলে সবই ভালো।'

পাশাপাশি ব্যাটিং এ মিডল অর্ডারের ব্যার্থতার ইঙ্গিত ও দেন এই ক্রিকেট বিশ্লেষক, 'টস জেতা এবং আগে ব্যাটিং করা ছাড়া বাংলাদেশ বেশ কিছু ভুল করেছে। ব্যাটিংয়ের সময় প্রথম ১০ ওভার আর পরের ১০ ওভার দেখলেই বুঝতে পারবেন। আমার মনে হয় দুই স্পিনারই বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছে।'

এবারের এশিয়া কাপে আফগানিস্তান ছিলো অন্যতম ফেভারিট দল। একে তো সংযুক্ত আরব আমিরাতকে তারা ব্যবহার করে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে। তার উপর তারা নিজেদের দাবি করে এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে। সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেছেন ওয়াসিম জাফর।

'আফগানিস্তানকে নিয়ে অনেক বেশি আলোচনা হয় এবং বলা হয়ে থাকে এশিয়ার দ্বিতীয় সেরা দল। আমার মনে হয় এটা নিয়ে আমার সন্দেহ আছে।'

দিনশেষে অবশ্য সেই আফগানিস্তানের দিকেই তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। কেননা শ্রীলঙ্কার বিপক্ষে আফগানদের জয়-পরাজয়ের উপরেই নির্ভর করবে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়া কিংবা না যাওয়া।

আরো পড়ুন: ওয়াসিম জাফর