প্রতিদ্বন্দ্বী নয়, যে যোগ্য সেই খেলবে: সোহান

বাংলাদেশ
প্রতিদ্বন্দ্বী নয়, যে যোগ্য সেই খেলবে: সোহান
সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ দলে এখন এক ঝাঁক উইকেটরক্ষক ব্যাটার। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস তো আছেনই। সঙ্গে জাকের আলী অনিক তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত। এর বাইরে টেস্ট দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। টেস্ট দলে নিয়মিত না হলেও জাকির হাসান আছেন পাইপলাইনে।

সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলেছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নুরুল হাসান সোহানকে নিয়ে। সম্প্রতি 'এ' দলের অধিনায়কত্ব পেয়েছেন তিনি। ডাক পেয়েছেন বাংলাদেশ দলের এশিয়া কাপের ক্যাম্পেও।

সোহান অবশ্য এতো উইকেটরক্ষক ব্যাটারের ভীরেও প্রতিদ্বন্দ্বিতা দেখেন না। তিনি মনে করেন যে এই জায়গায় যোগ্য তিনিই সুযোগ পাবেন। সোহান জানিয়েছেন তার প্রতিযোগিতা নিজের সঙ্গেই। নিজেকে কীভাবে আরও পারফর্মার হিসেবে গড়ে তোলা যায় সেদিকেই মনোযোগ তার।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সোহান বলেন, 'দেখুন—প্রথমত আমার কারও সাথে বা কেউ আমার প্রতিদ্বন্দ্বী, আমি কোনো সময়ই এভাবে দেখি না। আমার মনে হয় যে ভালো এবং ডিজার্ভ করে সেই যাবে। অবশ্যই, আমার প্রতিযোগিতা আমার নিজের সাথে। আমি সবসময় নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। যেটা বললাম যদি ‍সুযোগ আসে নিজের জায়গা থেকে সেরাটা দেয়ার চেষ্টা করব।'

সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় টপ এন্ড সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ 'এ' দল। সেখানে খেলবে বিগ ব্যাশে খেলা বেশ কয়েকটি দল। পাশাপাশি পাকিস্তান শাহীন্সও অংশ নেবে সেখানে। সোহানের কাছে গুরুত্বপূর্ণ খেলার মধ্যে থাকা। সেটা যেখানেই হোক না কেন।

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও সেখানে খেলতে চান এই উইকেটরক্ষক ব্যাটার। নিজের সেই লক্ষ্যের কথা জানিয়ে সোহান গণমাধ্যমকে বলেছেন, 'আমার জন্য তো প্রতিটা সিরিজই গুরুত্বপূর্ণ, প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ—সেটা অনুশীলন ম্যাচ হোক অথবা ঘরোয়ার ম্যাচ হোক।'

আরো পড়ুন: নুরুল হাসান সোহান